21-01-2021, 11:01 PM
(21-01-2021, 09:43 PM)dada_of_india Wrote: ব্যাস ! এইটুকুই ? মন ভরে না এইটুকুতে ! জানি তুমি গালাগালি দেবে ! কিন্তু বশি চাওয়ার অধিকার আমার আছে বলেই আমি মনে করি !
(19-01-2021, 07:03 PM)dada_of_india Wrote: যখনই কোন জিনিসের শেষ হয় তখনই মনে হয় যেন বড্ড তারাতারি শেষ হয়ে গেলো ! এটাই প্রকৃতির নিয়ম ! শেষ না হলে কেন হচ্ছে না ! আবার শেষ হলেই তারাতারি শেষ হয়ে গেলো ! এটাই মনুষ্য ধর্মের নিয়ম !
নিচের উক্তিটা তুমি করেছিলে, তোমার থ্রেডে, তাই না! এত বিপরিত ধর্মের তর্কের মতবাদ কেন রাখো নিজের ভেতরে? যখন নিজের ওপরে কথা এলো তখন নিজের ইচ্ছে মতন করে নিয়ম কথামালা গেঁথে নিলে আর অন্যের বেলায় সেই কথামালা পালটে গেল? সরল রেখায় দেখতে শেখো, অনেক কিছুই সরল রেখায় মনে হবে! এত বিপরিত ধর্মের মতবাদ মনের মধ্যে পুষে রেখো না !!!!!!!