21-01-2021, 08:59 PM
(21-01-2021, 07:52 PM)Rajdip123 Wrote: হ্যাঁ......... অবশ্যই বলেছিলাম। এখনও তাই বলছি। গল্পটা ইন্দ্রের। ইন্দ্র কেমন কেমন পরিস্থিতির সন্মুখিন হয়েছিল, সেটাই ফুটিয়ে তোলা লেখকের চেষ্টা। ইন্দ্র ও রিমি। এমন একটা অধ্যায় ছিল ইন্দ্রর জীবনে। সেটাই ব্যাক্ত করা হয়েছে। আর সুমিত্রা কে নিয়ে লেখা হয়েছে, সুমিত্রার ব্যাবহার......... সুমিত্রার জীবন শৈলী কিছু টা অবশ্যই এসেছে। হয়তো কোনও এক সময়ে সুমিত্রার বচনেও কিছু কথা আসবে। তবে সেই সময় এখনও আসেনি। কেননা সে তো এখন তার মায়ের চিকিৎসার জন্য কলকাতায়। কিন্তু সুমিত্রার সাথে তো এখনও তো স্বামী স্ত্রীর সম্পর্ক ইন্দ্রর। সুতরাং। পরে হয়তো কোনও এক সময়ে সুমিত্রার কথা হবে। পিনুরাম প্রশ্ন খুব যুক্তি সঙ্গত। আর সে এই প্রশ্ন টা করলো বলেই বেশ কিছুটা লিখতে পারলাম।
এমনিতেই পিনু টা আজকাল ভীষণ রকমের জ্বালাচ্ছে। এক নম্বরের শয়তান। কিন্তু ভীষণ ভালো বন্ধু।
উত্তরটা কি এখানে দেব নাকি পরে দেব? !!!!!!