21-01-2021, 05:22 PM
(21-01-2021, 02:29 PM)pinuram Wrote: লেখক এক সময়ে এই গল্পে বলেছিলেন যে এই গল্পটা ইন্দ্রের দৃষ্টিভঙ্গি দিয়ে লেখা, যদিও তৃতীয় বচনে লেখা! তাহলে সেই ক্ষেত্রে এই গল্পে বিমানের এই অবস্থা কি ভাবে ব্যাক্ত করা হল? যদি ইন্দ্র অথবা লেখক বিমানের মানসিক অবস্থা ব্যাক্ত করতে সক্ষম হয় তাহলে আশা করব যে লেখক সুমিত্রার মানসিক অবস্থা কষ্ট আশা ইচ্ছেটাকেও অবশ্য তুলে ধরবেন !!!!!!!
এই সুমিত্রার ব্যাপারে পিনুদা শুরুর থেকে একটু বেশিই যেন কৌতূহল দেখাচ্ছে !!!
ঘটনাটা কি আসলে একটু ঝেড়ে কাশো দেখি , কিরম একটা কিছুর গন্ধ পাচ্ছি মনে হচ্ছে !!!!