21-01-2021, 02:15 PM
(21-01-2021, 10:31 AM)ddey333 Wrote: সত্যি প্রচুর চাপে আছে পিনুদা আজকাল ,
আর কেউ জানুক আর না জানুক , আমি জানি যে শুধু আমার একটা আবদার রাখতে রাতের পর রাত ধরে জেগে বসে লিখে চলেছে এই গল্পটা ,তাই মাঝে যদি কখনো একটু পারা চড়ে যায় তাতে আশ্চর্য হওয়ার কিছু দেখছি না !
এই পৃথিবীর ৭৭০ কোটি মানুষের জীবনে প্রতিনিয়ত নানা ঘটনা ঘটে চলেছে প্রতিদিন , হতেই পারে তাদের মধ্যে কোনো দুজনের জীবনে প্রায় একই রকমের কিছু একটা হয়ে গেলো কখনো কোনোদিন ,
এই সামান্য ব্যাপারটা নিয়ে কিছু সম্মানীয় পাঠক যেভাবে সমালোচনার আঙ্গুল তুলেছেন , খোলাখুলি ভাবেই বলছি , ভালো লাগলো না !!
বেশি দূরে যাওয়ার দরকার নেই খুব কাছাকাছির একটা উদাহরণ দি ..
"ভালোবাসার রাজপ্রাসাদ " গল্পে পরীর জায়গায় যদি তিতলির মতো চরিত্রের একটা মেয়েকে কল্পনা করা যায় , তাহলে ওই গল্পটা ১৯৯৪ থেকে ১৯৯৬ এর মধ্যে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনার সঙ্গে প্রায় হুবহু মিলে যাবে ...
যদিও ওখানে পরে " মধ্যরাতে সূর্যোদয় " আর হয়নি ... সেটা অন্য ব্যাপার ..
দ্বিতীয় অংকের বুধাদিত্য আর সুপ্তির সন্ধানের বুধাদিত্যের জীবনের একটা ব্যাপার যদি একরকম হয়েই যায় তাতে এতো ভাবার কি আছে , এরকম তো হতেই পারে ,তাই নয় কি ??!!
না বন্ধু, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না !
!!!!! ![[Image: 20210115-150253.jpg]](https://i.ibb.co/7prGwZZ/20210115-150253.jpg)



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)