20-01-2021, 11:59 PM
(20-01-2021, 09:21 PM)pinuram Wrote: গল্পটা যখন লিখতে শুরু করেছিলাম, তখন এবং তারপরে অনেকবার অনেকের কমেন্টে এটা আলোচনা করেছিলাম যে এই গল্প আমার একটা ইংরেজি গল্পের অবলম্বনে! "The End Of Restless Sleep"! সেই ইংরেজি গল্পটা "দ্বিতীয় অঙ্ক" গল্পের অনেক আগেই লেখা! ইংরেজি গল্পে এই দেবস্মিতা অর্থাৎ নীলাঞ্জনা চরিত্রটা এসেছিল, এবং তার গল্প এই গল্পেও এক ধরনের থাকবে! নীলাঞ্জনা ভদ্রমহিলার চরিত্র আমার বেশ ভালো লেগেছিল তাই ইংরেজি গল্পটা লেখার পরে বাংলা গল্পে সেই চরিত্র নিয়ে আসি। তখন কোনদিন ভাবিনি যে কোন ইংরেজি গল্প কোনদিন অনুবাদ করব! এখানে বুধাদিত্যের সাথে তার বাবার সম্পর্ক এবং দেবস্মিতার গল্প এক হবে, "দ্বিতীয় অঙ্ক" গল্পের সাথে মিলে যাবে! কারুর যদি মনে হয় কপি করা হয়েছে, তাহলে বলব, পিনুরামের মাথায় অত বেশি প্লট আসে না, বেশি জীবন দেখেনি তো তাই! তাই সেই এক জিনিস কপি করে চালায়! অসুবিধে থাকলে গল্প এড়িয়ে চলে যাবেন তাতে আমার কারুর ওপরে কোন ক্ষোভ নেই!!!!!!
রেগে কেন যাচ্ছ দাদা,
গল্প চলুক কিন্তু আগের টার থেকে একটু টুইস্ট মেরে দিও
ভালবাসা রইল