20-01-2021, 09:15 PM
প্রথম সাক্ষাৎ খুব একটা মধুর হল না, হওয়ার কথাও নয়, কাহিনির যা প্রেক্ষাপট তার ভিত্তিতে। সুবিরবাবু আর আদি, দুজনের মনের মধ্যেই একটা হিমশীতল মানসিকতা কাজ করছে, আদির মধ্যে বেশিই, যা স্বাভাবিক। দেবস্মিতা যে মহীয়সী নারী সেটা আর কিছু পর্বের পরই বোঝা যাবে হয়তো । আদিকে ডেকে আনার পিছনে মূল উদ্যোক্তা কিন্তু দেবস্মিতাই । এখন হয়তো আদি ভুল বুঝছে ওকে, কিন্তু পরে একদিন সেই ভুল ভেঙে যাবে নিশ্চয়ই