20-01-2021, 01:44 PM
(19-01-2021, 08:51 PM)dada_of_india Wrote: সুন্দর লেখনি ! তার সাথে পাওয়া বাংলাদেশের গ্রামের রাজনৈতিক আবহাওয়া ! খুব সুন্দর ! আশা করবো শেষ করবেন ! বাংলাদেশের তথা বাঙ্গালির অবস্থান জানার একটা প্রচেষ্টা করবো !
গ্রাম বাংলার রাজনীতির পুরো চিত্র তুলে ধরতে যে পরিমান অভিজ্ঞতা আমার দরকার তার দশ ভাগের এক ভাগ ও নেই আমার । আমি চেষ্টা করবো ঐতিহ্য হারিয়ে ম্লান হয়ে যাওয়া ঐতিহ্যবাহী এক পরিবারের উত্তরাধিকারীর না জানা অতীত কে তার সামনে উন্মচন করার । এখন নিজের না জানা অতীত কে সে নিজের ভবিষ্যতের সাথে যুক্ত করতে পারবে কিনা সেটা আমাদের দেখতে হবে ।