19-01-2021, 10:14 PM
(19-01-2021, 10:04 PM)Henry Wrote: সুমিত্রার কি হবে? তার জীবনে কি একজন রগরগে সঙ্গীর অবির্ভাব হবে না? দেখা যাক কি হয়, বেশ উত্তেজনায় আছি।
থ্যাংকস......... কমেন্ট করার জন্য। একটা কথা বলি, এটা ইন্দ্রর গল্প। সুমিত্রা এখানে ইন্দ্রর ঘরের বাইরে বেড়ানর একটা কারন হতে পারে তবে এই গল্পটা সুমিত্রার না। তেমন হলে তো ইন্দ্রর মা সুনন্দা দেবীর কথা লিখতে হয়, তিনি কতটা কষ্ট পেয়েছেন? ইন্দ্রর বাবা, বন্ধুর শেষ ইচ্ছে রাখতে গিয়ে ওনার মেয়ের সাথে ইন্দ্রর বিয়ে দিয়ে পরবর্তী জীবনে কতটা দুঃখ পেয়েছেন, সুমিত্রার মা ঊর্মিলা দেবীর ও হয়তো কিছু কথা থাকতে পারে। তাই না? তার থেকে ঢের ভালো, এসো ইন্দ্র কে ভালো করে জানি।
তোমাকে খুঁজে বেড়াই