19-01-2021, 06:56 PM
(19-01-2021, 12:01 PM)pinuram Wrote: এই ব্যাপারটা অনেকেই করেছে প্রেমের সময়ে! এমন আদি আর তিতলি প্রায় সবার মধ্যেই একটু না একটু রয়েছে! তবে তোমার কি কি মনে পরে গেল সেটা জানতে বড্ড ইচ্ছে করছে! আর বাকি কথা, ফোন কে করল? যখন আদি জানতে পারবে তখন বাকিরাও জানতে পারবে! যদি তোমার অনুমান ঠিক হয় তখন না হয় তোমাকে কোন পুরস্কার দেওয়া যাবে! কিন্তু সেই পুরস্কার নিতে তোমাকে তো সুদুর দিল্লীতে আসতে হবে! পিনুরাম সেখানে থাকে! মতামতের জন্য অনেক ধন্যবাদ, ভালোবাসা রইল !!!!দিল্লিতে এলে আমাকেও দেখা দিও ! এই অধমও দিল্লিতেই থাকে !