19-01-2021, 12:39 PM
(18-01-2021, 09:03 PM)Mr Fantastic Wrote: " যশের চোখের কোল চিক চিক করে।পল্টু আমতা আমতা করে,না মানে-।
অঙ্গনের বুকে ঝাপিয়ে পড়ে চোখের জল আড়াল করার চেষ্টা করে বলে ঝুটি কাহিকা।তুমি ভেবেছো বিল্লু ভেগে গেল কিনা?
বিল্লুর মাথার চুলে বিলি কাটতে কাটতে বলল,তুমি যা পাগল তা তুমি পারো।
--আপনা বাড়ী চেম্বার পরিবার ছেড়ে কেন আমি যাবো?কান্নায় জড়িয়ে যায় কথা।
পল্টু দুহাতে বিল্লুর মুখটা তুলে ধরে ঠোটে ঠোট রাখে,যশ প্রাণপণ শক্তিতে জড়ীয়ে ধরে।
মুন্না ঘুম থেকে উঠে এসেছে কখন ওরা খেয়াল করেনি।মুন্না বলল,আমাকেও হামি দাও।
--আ গিয়া লাডলা বেটা,সামালো,অঙ্গনের বাহুবন্ধন মুক্ত করে যশ সরে গিয়ে খিল খিল হাসিতে ঘর ভরিয়ে দিল।
বিল্লুর অভাবনীয় পরিবর্তনে পল্টূ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে।যশ চোখ টিপে বলল,সামালো বেটা কো রাত আভি বাকি আছে।" -- অসাধারন ! অতুলনীয় ভাবে শেষ করলেন। দারুন সুন্দর সমাপ্তি । একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছি অন্তিম পর্বটা পড়ে, তাই যথাযথ কিছু লিখতে পারছি না। অবশেষে হাসি-কান্নায়, দুঃখে-আনন্দে ভরা এক সুদীর্ঘ সমুদ্রযাত্রার শেষে তরী কূলে ভিড়ল । অন্যতম সেরা কাহিনী। যশবিন্দার রমণীরত্ন। নারীশ্রেষ্ঠা। শেষে যশ হেসেছে দেখে ভীষণ ভালো লাগছে।
আপনাদের ভাল লাগলে বুঝতে পারি আমার শ্রমের অপব্যায় হয়নি।ভাল থাকবেন।