19-01-2021, 11:05 AM
(19-01-2021, 12:27 AM)pinuram Wrote: তুমি লিখলে, জীবনের সমাপ্তি এখানেই, কি করে এটা জীবনের সমাপ্তি হয়? আশা করি পড়েছ "ওম ব্রহ্মাপরনং ব্রহ্মাহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মনাহুতম..." তুমি ব্রহ্ম, জীবন শেষ হয় না, একটা পাতা শেষ হয় নতুন পাতা আসে! এইভাবে নিস্তেজ হয়ে নিজেকে শেষ করে ফেরারি হওয়া জীবনের নাম নয়! জীবন নদীর মতন গতিশীল, গতি আনো, দেখবে ধিরে ধিরে কালো মেঘের আড়ালে সূর্যের রশ্মির দেখা পাবে! তুমি অনেক বড় অনেক বেশি আমার চেয়ে জীবন দেখেছ তাও বলব, ফেরারি হয়ে ঘুরে বেরানর নাম জীবন নয় !!!!!!
আপ্লুত হলাম ! এই ভাবেই দিশা নির্দেশ দিয়ে যেও !