19-01-2021, 09:31 AM
(18-01-2021, 08:26 PM)Mr Fantastic Wrote: আহা , এটা কোনো লেখা নয়, এ হল লেখক পিনুরামের জাদুস্পর্শে সৃষ্ট মণিমুক্তো খচিত প্রানবন্ত বর্ণনা সব । চোখের সামনে ছবির মতো ভাসছে দুই কপোত-কপোতীর মধুর প্রেমালাপ। নিজের প্রেমকে যেন আয়নায় দেখছি, তিতলি একদম পুচ্চির মতো । যতদিন যাচ্ছে গল্পটারও প্রেমে পড়ে যাচ্ছি।
তিতলি কারো মতো নয় .. তিতলি শুধু তিতলিরই মতো ....
এই পৃথিবীতে একটাই তিতলি হতে পারে , সেই একটাই হয়েছিল ...আর হবেও না ....