19-01-2021, 12:35 AM
(18-01-2021, 06:45 PM)Baban Wrote: এই গল্প যে পড়বে সে কি ভুলতে পারবে কোনোদিন?
সেই প্রথম বার যেদিন পড়েছিলাম সেদিনই ভক্ত হয়ে গেছিলাম. আজও পড়লে বুকের বাঁ পাশটা কেমন করে. কিছু ভালোবাসার সমাপ্তি বোধহয় সুখের হয়না.... নাকি কিছু বাকি থেকে যায়? আমরা সেটিকে সমাপ্ত ভেবে ভুল করি? এর উত্তর সেই জানে যে ওপরে বসে সবার গল্প লেখে।
পিনুরাম দাদার উদ্দেশ্যে......![]()
পবিত্র সম্পর্ক বুঝতে বা চিনতে মানুষ কখনো ভুল করে, ভুল করে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নেয় যা দুইটি জীবনের সুখ আনন্দ ও সর্বোপরি ভালোবাসা কে সম্পূর্ণ রূপে শেষ করে দেয়. অস্ত যায় সেই সব ভালোবাসার দিনগুলো সূর্যাস্তের সাথেই. কিন্তু কে বলতে পারে আবার হয়তো কোনোদিন কোনো এক মধ্য রাতেই সূর্য উদয় হবে।
হাসি কান্না মেশানো স্মৃতির সাথেই আমাদের জীবন শেষ হবে একদিন, সেই সাথেই যাবে এই গল্প! হয়ত আমাদের মধ্যে কেউ আগে চলে যাবে, কেউ যাবে পরে! খেয়াপারের নৌকা বড় নিষ্ঠুর, দুইজনকে সাথে নিয়ে যায় না! যে যাবে থেকে তার চোখে রয়ে যাবে সেই গান --- এই জীবন ছিল নদীর মতন গতি হারা দিশা হারা, ওগো... !!!!!!
![[Image: 20210115-150253.jpg]](https://i.ibb.co/7prGwZZ/20210115-150253.jpg)