19-01-2021, 12:17 AM
(18-01-2021, 10:27 PM)sorbobhuk Wrote: হাঁ ভাই ঠান্ডা ঠান্ডা আমেজে চা খেতে ভালো লাগে। তার উপর যদি হয় প্রিয় মানুষের হাতের চা তাহলে তো আর কোনো কথাই নাই।
(18-01-2021, 10:50 PM)sorbobhuk Wrote: আপনার হাতের লেখার কোনো তুলনা হয় না। আদি আর তিতলির মাঝে ভালোই প্রেম শুরু হয়েছে। এমন যদি আমার ভাগ্যে থাকতো তাহলে নিজেকে ধন্য মনে করতাম। শেষে কে আবার ফোন করলো। আমার মনে হয় আদির সৎ মা হবে সম্ভবত। দেখি কে সেই মহিলা।
গল্প পড়ে মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ! তিতলি খুঁজে দেখুন হয়ত আশেপাশেই কোথাও আছে! সঠিক জায়গায় সঠিক সময়ে পৌঁছাতে পারলে সেই তিতলি ধরা দেবে! আদিও কি জানত যে এই তিতলি একদিন ওর ডালে এসে বসবে? কম্পিউটার ইন্সটিটিউটে তো অনেক দিন থেকেই পড়ছে, কিন্তু ওই সেই বৃষ্টির রাতেই কেন দেখা হল? তাই বলি, সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতে হয় আদিদের, না হলে তিতলি অন্য কোন ডালে উড়ে চলে যাবে! !!!!!!!