18-01-2021, 11:51 PM
(18-01-2021, 08:22 PM)chatok pakhi Wrote: পিনুদার সাথে পাল্লা দিচ্ছো ভালো কথা, তবে ভাই গল্পে আগের স্ক্রিপ্ট কপি মেরেছো ভালোভাবেই বোঝা যাচ্ছে, কোথাও কোথাও রন আবার মা এসব ঢুকে যাচ্ছে। একটু খেয়াল রেখো। any way অনেকদিন বাদে তোমার লেখা আবার পড়তে পেরে ভালো লাগছে।
ব্যাপারটা ঠিক সেটা নয়, আমার একটা গল্প "অসীম তৃষ্ণা" এই রাজদীপের সাহায্যে লেখা! সেই গল্পে রাজদীপের অবদান অনেক অনেক! তাই পাল্লা দেওয়া শব্দটা একদম ঠিক নয়! কেউ গল্প লিখলে সেটা যে আমাকে পাল্লা দিয়ে লিখবে সেটা ভাবা খুব বড় ভুল, আর সেই মানুষ রাজদীপ, এই চিন্তা আমার কাছে স্বপ্নাতীত! তবে হ্যাঁ, আপনার এই গল্পটা ভালো লেগেছে দেখে আমারও ভীষণ ভালো লাগছে! আসলে রাজদীপ আমার বন্ধু তাই ওর গল্প, ওর লেখা যখন কারুর ভালো লাগে তখন আমারও সমান ভালো লাগে! বন্ধুর গল্প বলে কথা, গর্বে বুকের পাটা ফুলে যায় বৈকি !!!!!!