18-01-2021, 08:45 PM
" লক্ষ্মী এখন আর আমার কথা জিজ্ঞাসা করে না ! এখন ও নিজের পুতুল নিয়েই ব্যাস্ত !.....একা বাগানে বসে আছি আমি ! পূর্ণিমার চাঁদ আকাশে ছরিয়ে আছে ! এক নতুন দিনের আগমনির সুর ছড়িয়ে পড়ছে ! এখানে আমার আর কোন প্রয়োজন নেই ! নেই আর কোন ভালোবাসা ! ভালোবাসা আমার আবার ফেরারি হয়ে গেছে ! আমি আবার একা ! " -- কেউ কথা রাখে না, দুনিয়া শুধু ব্যক্তি স্বার্থপরতা বোঝে। লক্ষ্মীও তার অন্যথা নয়।