17-01-2021, 11:17 PM
(17-01-2021, 09:13 PM)Jupiter10 Wrote: গল্পটা ছোট হলেও ওর রেশ অনেক ক্ষণ থেকে যায় । ভাবছিলাম দাঁড়ি আর টিকির মধ্যে ভেদ আর কতদিন থাকবে । সত্যিই যদি এরকম না হয় তাহলে আমাদের শহর তথা দেশ "শিখার" মতো অসুস্থ হবে না । গল্পের দুটো অর্থ রেখেছো বোঝা যায় । এক আক্ষরিক আর এক আন্তরিক ।
শেষ কথা "পায়ে" কেউ লুঙ্গি পরে না ।![]()
![]()
যাক, অন্তর্নিহিত বার্তাটা ধরেছো তাহলে। আসলে সর্বস্তরের মানুষের মধ্যে চেতনাটা না আসলে ভেদাভেদ দূর হবে না। তবে যারা খেটে খাওয়া মানুষ, ক্ষেত মজুর বা শ্রমিক, তাদের মধ্যে কিন্তু এসব বিভেদ নেই। রুটির জাত সব এক। বরঞ্চ দেশের মাথারা ঠান্ডা ঘরে বসে ফন্দি ফিকির করে কিভাবে মগজধোলাই করে সবাইকে দিকভ্রষ্ট করা যায় !!


