17-01-2021, 12:09 AM
(This post was last modified: 17-01-2021, 04:51 PM by Baban. Edited 2 times in total. Edited 2 times in total.)
(16-01-2021, 07:06 PM)pinuram Wrote: ধন্যবাদ তো তোমাকে ভায়া, এমন দুর্দান্ত একটা সিগ্নেচার বানিয়ে দেওয়ার জন্য! তবে কি জানো, গল্পের পরতে পরতে অনেক কিছুই পাওয়া যাবে, হয়ত তখন... না থাক আর কিছু এখন আর বলব না!!!!!
এই ছবি সারাজীবনের কথা মাথায় রেখে নয়. এই ছবি এই মুহূর্তের. এই সময়ের. দুই মানুষের কাছে আসার. এই ছবি আদি ও তিতলির শুধু নয়.... প্রথম প্রেমে পড়া সেই সকল মানুষদেরও. প্রথম হাতে হাত রেখে এগিয়ে যাবার স্বপ্ন দেখার. ভবিষ্যতে ওদের কি হবে তা ওরা জানেনা. কিন্তু এই মুহুর্ত তো ওদের হাতে রয়েছে. এটা সেই মুহূর্তের প্রতিক. ❤
ভবিষ্যত আসুক না নিজের মতো করে... সোজা পথে বা টুইস্ট নিয়ে. বর্তমান তো আদি তিতলির সবথেকে প্রিয় বন্ধু এখন. তাই এই বর্তমান, এই সময়, এই মুহূর্ত কে অনুভব করুক ওরা. আর হাতে হাত ধরে গেয়ে চলুক -
একই সাথে হাত ধরে একই পথে চলবো,
একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো
একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো