16-01-2021, 08:55 PM
(16-01-2021, 07:38 PM)pinuram Wrote: কিছু কিছু বুধাদিত্য খুব শয়তান ও হয়, এই তিতলিদের সাথে প্রেমের ছলনা করে, মুখে না বললেও শরীর নিয়ে খেলা করে যায়, বুকের সাথে আবেগের সাথে ছিনি মিনি খেলে যায়! আসল সময় যখন আছে তখন গিরগিটির মতন রঙ পালটে নেয়, পালিয়ে যায়! তবে এটা আদির গল্প, বুধাদিত্য যা করেছে সেই ভুল আদি করবে না ! ! আপনার দেখা পেয়ে বড় ভালো লাগলো !!!!!!
আদি রা হাঁদা হয়, আদি রা ভোঁদা হয়, আদি রা বোকা হয়।
কিন্তু তিতলিরা জানে যে দিনের শেষে এই আদি রা ই মানুষ হয়।
আর রইল বাকি তারা যারা চিলি চিকেন আর নারীর স্তন এক ই রকম সুখাদ্য ভেবে নেয় তারা তো পুরুষ প্রজাতির মধ্যে ই পরে না।
পুরুষ তো সেই, যার জন্য নারীর চোখ ভিজবে না, ভিজবে অন্য কিছু।
আমার পেশাগত কারনে প্রতিদিন আসা হয় না।
তবে আমি অবশ্য ই ফিরে ফিরে আসব।
নেশাখোর ফেরিওয়ালা যে স্বপ্নমদীর নেশা টা ফেরি করছে সেটা র মৌতাত নিতে ই হবে তো।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।