16-01-2021, 07:38 PM
(16-01-2021, 05:47 PM)Nilpori Wrote: আদি রা চিরকাল ই একটু হাঁদা হয়।
বুঝতে ই পারে না তিতলি রা কখন যে তাদের বুকের পাঁজরের মধয়ে সেঁধিয়ে গিয়ে লাব ডুব এর স্পন্দন এ ডুবে গেছে। তাই এদিক সেদিক ভেবে ভেবে সারা হবে। আর তিতলি দের কষ্ট দেবে।
মেঠোপথে কত এলোমেলো ঢেউ টানা
কত এলোমেলো গন্তব্য
ঝড়ো হাওয়ায়
সহস্রগুন বাঁধনের নিষ্ঠুর বন্ধন
তবু হারিয়ে যাওয়ার অজস্র ঠিকানা ৷৷
কিছু কিছু বুধাদিত্য খুব শয়তান ও হয়, এই তিতলিদের সাথে প্রেমের ছলনা করে, মুখে না বললেও শরীর নিয়ে খেলা করে যায়, বুকের সাথে আবেগের সাথে ছিনি মিনি খেলে যায়! আসল সময় যখন আছে তখন গিরগিটির মতন রঙ পালটে নেয়, পালিয়ে যায়! তবে এটা আদির গল্প, বুধাদিত্য যা করেছে সেই ভুল আদি করবে না !


![[Image: 20210115-150253.jpg]](https://i.ibb.co/7prGwZZ/20210115-150253.jpg)