16-01-2021, 05:47 PM
আদি রা চিরকাল ই একটু হাঁদা হয়।
বুঝতে ই পারে না তিতলি রা কখন যে তাদের বুকের পাঁজরের মধয়ে সেঁধিয়ে গিয়ে লাব ডুব এর স্পন্দন এ ডুবে গেছে। তাই এদিক সেদিক ভেবে ভেবে সারা হবে। আর তিতলি দের কষ্ট দেবে।
মেঠোপথে কত এলোমেলো ঢেউ টানা
কত এলোমেলো গন্তব্য
ঝড়ো হাওয়ায়
সহস্রগুন বাঁধনের নিষ্ঠুর বন্ধন
তবু হারিয়ে যাওয়ার অজস্র ঠিকানা ৷৷
বুঝতে ই পারে না তিতলি রা কখন যে তাদের বুকের পাঁজরের মধয়ে সেঁধিয়ে গিয়ে লাব ডুব এর স্পন্দন এ ডুবে গেছে। তাই এদিক সেদিক ভেবে ভেবে সারা হবে। আর তিতলি দের কষ্ট দেবে।
মেঠোপথে কত এলোমেলো ঢেউ টানা
কত এলোমেলো গন্তব্য
ঝড়ো হাওয়ায়
সহস্রগুন বাঁধনের নিষ্ঠুর বন্ধন
তবু হারিয়ে যাওয়ার অজস্র ঠিকানা ৷৷
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।