16-01-2021, 12:14 AM
আগের আপডেটে কামদেব দা যশের নতুন পরিবেশে মানিয়ে নেয়ার সমস্যার কথা বলেছিলেন।
আসলে পল্টুর উপর রাগটা মুন্নার উপর পরেছে। ওই যে সে যা চেয়েছিল সেটা পায়নি। আমরা যা ভেবে রাখি ভবিষ্যত অনুরূপ সেটা ঘটে না। এটাই বাস্তব। পল্টু সারাদিন নার্সিং হোম, অন্যান্য দিকে থাকে। ঘরেও বেশ রাত করে ফেরে। যশ এই জন্য একটা একাকীত্বের মধ্য দিয়ে যাচ্ছে, বাড়িতে তেমন কেউ না থাকায় মন খুলে কারো সাথে কথা বলতে পারে না রাতে যতটুকু সময় পল্টুর সাথে কাটাবে ভাবে সেটাও মুন্নার জন্য সম্ভব হচ্ছে না। পল্টুও নিরুপায় কাজ সামলে স্ত্রী সন্তান উভয়কেই সামলাতে হচ্ছে।
জীবনটা এরকমই সব দিকে সামলে চলতে হয় দেখা যাক সামনে কি অপেক্ষা করছে।
আসলে পল্টুর উপর রাগটা মুন্নার উপর পরেছে। ওই যে সে যা চেয়েছিল সেটা পায়নি। আমরা যা ভেবে রাখি ভবিষ্যত অনুরূপ সেটা ঘটে না। এটাই বাস্তব। পল্টু সারাদিন নার্সিং হোম, অন্যান্য দিকে থাকে। ঘরেও বেশ রাত করে ফেরে। যশ এই জন্য একটা একাকীত্বের মধ্য দিয়ে যাচ্ছে, বাড়িতে তেমন কেউ না থাকায় মন খুলে কারো সাথে কথা বলতে পারে না রাতে যতটুকু সময় পল্টুর সাথে কাটাবে ভাবে সেটাও মুন্নার জন্য সম্ভব হচ্ছে না। পল্টুও নিরুপায় কাজ সামলে স্ত্রী সন্তান উভয়কেই সামলাতে হচ্ছে।
জীবনটা এরকমই সব দিকে সামলে চলতে হয় দেখা যাক সামনে কি অপেক্ষা করছে।