15-01-2021, 11:58 PM
(15-01-2021, 10:58 PM)Tiyasha Sen Wrote: হ্যাঁ দেখা যাক কি হয়!!!
আমি আপনার দ্বিতীয় অঙ্ক গল্পটি কাল পুরোটা একসাথে পড়লাম। রাত গভীর ঘুম উধাও!! সব পড়ে শেষ করে তবেই ঘুমিয়েছি। অসাধারণ লেখা!! উফঃ শেষটা কি থ্রিলিং !!
আচ্ছা, তাহলে দ্বিতীয় অঙ্ক গল্পটা পড়া হয়ে গেছে! তাহলে ওই গল্পের নীলাঞ্জনার গল্প আর ওই বুধাদিত্যের গল্প পড়া হয়ে গেছে! ওই একটা জায়গা এই গল্পে এক রকমের আছে! অর্থাৎ, এখানেও বুধাদিত্যের সাথে বুধাদিত্যের বাবার সম্পর্ক আর বুধাদিত্যের বাবার দ্বিতীয় স্ত্রীর গল্প এক রকমের থাকবে! দুই গল্পের চরিত্রের নাম এক হলেও এতক্ষনে হয়ত বুঝে গেছেন যে এই বুধাদিত্য সেই বুধাদিত্য নয়! ওই একটা বিষয়ে এক থাকলেও এই দুটো ভিন্ন গল্প ! আরো একবার ধন্যবাদ, "দ্বিতীয় অঙ্ক" গল্পটা পড়ার জন্য !!!!!