15-01-2021, 03:54 PM
(15-01-2021, 03:48 PM)pinuram Wrote: সাঙ্ঘাতিক গতিতে এগিয়ে চলেছে ইন্দ্র, একবার ডান পায়ে বল নিল, একটা খেলোয়ার কে পাস কাটিয়ে চলে গেল, এবারে ইন্দ্রের বাম পায়ে বল, সামনে গোলপোস্ট একদম ফাঁকা, গোল কিপার মিষ্টি করে ইন্দ্রের দিকে তাকিয়ে হাসছে, এলিয়ে পড়েছে মাটিতে, একটু হলেই শুয়ে পরবে এমন অবস্থা! একি হচ্ছে, পেছন থেকে মিডফিল্ডার এগিয়ে আসছে, ভীষণ ভাবেই দৌড়ে আসছে ইন্দ্রের দিকে, সামনে ফাঁকা গোল পেছনে মিডফিল্ডার, ইন্দ্রওওওওওও !!!!!!!অফফফফফ......... অসাধারন বর্ণনা। পরিস্থিতি একদম যেমন তুমি লিখেছ। মারকুটে মিড ফিল্ডার টা প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে। কি করবে ইন্দ্র। মিড ফিল্ডার টা আসার আগেই গোলে বল ঠেলে দেবে? নাকি অপেক্ষা করবে?।
আপডেট পড়ে একটা গানের কয়েকটা লাইন খুব মনে পড়ছে --
জড়িয়ে ধরেছি যারে সে আমার নয়, কখন বুঝিনি আমি কে আমার নয়
মন তার নেমে এলো চোখের পাতায় ভালোবাসা এসে বুকে দাগ দিয়ে যায়,
ফুল দিয়ে মালা গেঁথে পড়াল আমায় তবু বোঝা গেল না তো সে আমার নয় !!!!
তোমাকে খুঁজে বেড়াই