15-01-2021, 10:20 AM
গল্পের শুরু থেকেই অঞ্জলীদির ত্যাগের শুরু। ঠাকুমা-দিদির সাথে এনকাউন্টার, চৌধুরী ইন্ডাস্ট্রিজ, অমিতকে ১৫ বছরের জন্য হারিয়ে ফেলা, ম্যাগীকে নিয়ে ভুল বোঝাবুঝি, অমিতের বিপদে নিজেকে বিলিয়ে দেয়া। সবশেষে অমিতের ভবিষ্যতের জন্য নিরুদ্দেশ হয়ে যাওয়া। যে মানুষটা এত এত ত্যাগ করল, একটা মানুষের জন্য নিজের যৌবন বিকিয়ে দিল তাকে কুর্নিশ করতে হয়। ম্যাগী তো বলেই ছিল তার মতো আত্মত্যাগ সেও অমিতের জন্য করতে পারবে না। আসল ভালোবাসা এমনই হয়, ত্যাগ আর নিঃস্বার্থ।
অমিতের জীবনে দুজন নয় তিনজন নারীর ভূমিকা রয়েছে। ম্যাগি অঞ্জলীর মতো না পারুক সে নিজের ক্যারিযার, দেশ ফেলে আমিতের মতো মরিিচিকার পেছনে লেগে ছিল। যেখানে সেে জানত অমিিত অঞ্জলীকে ভালোবাসে। অঞ্জলীর অন্তর্ধানের পর অমিতকে আগলে রাখা অন্য কারো দ্বারা সম্ভব হতো না।
পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা শুধু দিয়েই যায় বিনিময়ে কিছু চায় না। গল্পটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই আপনার লেখা অংশ পড়ে মনে হয়নি যে এটা মূল লেখার ধরন থেকে আলাদা।
কেষ্টদা এরকম ভাবে সাইটে ভিন্ন ধরনের গল্প লিখে/অসম্পূর্ণ গল্প গুলো পূর্ন করে পাঠকের পড়ার সুযোগ করে দেবেন। গল্পের কমেন্ট বা পাঠক কম হলেও প্লিজ হতাশ হবেন না এগুলো সাইটের মূল্যবান স্মারক হয়ে থাকবে।
ভালো থাকবেন।
অমিতের জীবনে দুজন নয় তিনজন নারীর ভূমিকা রয়েছে। ম্যাগি অঞ্জলীর মতো না পারুক সে নিজের ক্যারিযার, দেশ ফেলে আমিতের মতো মরিিচিকার পেছনে লেগে ছিল। যেখানে সেে জানত অমিিত অঞ্জলীকে ভালোবাসে। অঞ্জলীর অন্তর্ধানের পর অমিতকে আগলে রাখা অন্য কারো দ্বারা সম্ভব হতো না।
পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা শুধু দিয়েই যায় বিনিময়ে কিছু চায় না। গল্পটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই আপনার লেখা অংশ পড়ে মনে হয়নি যে এটা মূল লেখার ধরন থেকে আলাদা।
কেষ্টদা এরকম ভাবে সাইটে ভিন্ন ধরনের গল্প লিখে/অসম্পূর্ণ গল্প গুলো পূর্ন করে পাঠকের পড়ার সুযোগ করে দেবেন। গল্পের কমেন্ট বা পাঠক কম হলেও প্লিজ হতাশ হবেন না এগুলো সাইটের মূল্যবান স্মারক হয়ে থাকবে।
ভালো থাকবেন।