14-01-2021, 11:58 PM
(14-01-2021, 11:22 PM)Prasenjit Wrote: আর এই গল্পে তিতলির বর্ননা পরে হিমাচলের ঘুই তে মধ্যরাতে টেন্ট এর বাইরে বসে অভির জন্য পরি দি যে গানটি গেয়েছিল সেই গানটি মনে পরছে-
"এই জীবন ছিল,
নদীর মতো গতিহারা - দিশাহারা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তাঁরা।"
অভি আর পরীকে দয়া করে তাদের মতন থাকতে দাও! সব কিছুতেই বেচারা বেচারিদের টেনে এনে পিনুরামের সব কিছু তোমরা গণ্ডগোল করে দাও! এই গানের কথা আর বল না প্লিজ! ঘুই খুব ছোট একটা জায়গা, চারদিকে পাহারে ঘেরা, মাঝে একটা ভীষণ ছোট নদী, সেই নদীর তীরে তাঁবু! চোখের সামনে ভেসে ওঠে ভাই !!!!!