14-01-2021, 11:52 PM
(14-01-2021, 11:47 PM)bluestarsiddha Wrote: Coment korchi lekhok ke to apnar eto jigges korar ki hoiche?
মাথা ঠান্ডা রাখো বন্ধু, এতে রাগার কিছু নেই! গল্পের ব্যাপারে কথা হচ্ছে যখন তখন কিন্তু সবার কিছু না কিছু বলার অধিকার আছে! যেমন তোমার আছে, তেমনি অন্য কারুর ও আছে! তাই বলে এই নয় যে তুমি রেগে যাবে! তুমি যুক্তিজথ উত্তর দাও! তোমার উত্তরে বাবান যা লিখেছে তাতে তোমাকে অপমান করে তো কিছু বলে নি! তিনি তার পক্ষ রেখেছেন, এতে রেগে যাওয়ার কিছু হয়নি অথবা দেখছি না! তুমি তার এই ভাবে উত্তর দিও না! গল্প সুত্রে তুমি যেমন তোমার মতামত জানিয়েছ, তার পরিপ্রেক্ষিতে বাবান তোমার মতামতের উত্তর দিয়েছে! তুমি সেই পরিপ্রেক্ষিতে উত্তর দাও, বন্ধুত্ত্ব এমন ভাবেই হয়! রাগারাগি ঝগড়া ঝাটি করে কি আর বন্ধুত্ত হয়!!!!!!