14-01-2021, 09:27 PM
(14-01-2021, 06:40 PM)Jupiter10 Wrote: এটা একটা সান্ত্বনা মাত্র মিস্টার ফান্টু ভাই । তুমি গল্পে কোথাও এটার ইঙ্গিত দাওনি । বরং ব্রহ্মান্ডের নিয়ম কেই কঠোর রূপেই দেখিয়েছো । সেটাই ঠিক। বিদিশা তো ওকে জিজ্ঞেস করেছিলো । সেতো বলল যে এক হাজার বৎসর লেগে যাবে । সুতরাং মিথ্যা সান্ত্বনা দিয়ে লাভ নেই । যাইহোক তোমার অনুরোধে আমি শেয়ার করবো অবশ্যই । দেখবো সে কি বলে । তবে তোমার পুচকি কি বলেছেন সেটা জানার ও ইচ্ছে রইলো । আর ইন্টাস্টালোর মুভিটা দেখেছো নিশ্চই ।
ইসস এই "ফান্টু ভাই" নামে আইডিটা খুললে ভালো হতো, বেশ ফাটাকেষ্ট ফাটাকেষ্ট ভাব আছে !!

আর এইজন্য বিয়োগান্তক রোমান্টিকতা নিয়ে গল্প লেখা খুব কঠিন, সবার মধ্যে অতৃপ্তি রয়ে যায়


আর ইন্টারস্টেলার দেখেছি, অসাধারণ সিনেমা ক্রিস্টোফার নোলানের। ওঁর ডার্ক নাইট ট্রিলজি তো কম করে দশবার দেখা !

