14-01-2021, 06:53 PM
(14-01-2021, 04:27 PM)Mr Fantastic Wrote: হ্যাঁ এটা একদম যথার্থ বলেছ, বন্যপ্রাণীদের মধ্যেও অনেক সময় এমন কিছু মানবিক গুণাবলী দেখা যায় যা হয়তো তথাকথিত সভ্য মানুষদের মধ্যে নেই। যবে থেকে এই উচ্চ-নীচ ভেদাভেদ, সামাজিক বৈষম্য, ক্ষমতার অধিকার এসব বাড়তে লাগলো তখন থেকেই জন্ম নিলো হিংসা, ক্রোধ, প্রতিশোধ স্পৃহা, জিঘাংসা, হানাহানি যা মানব সভ্যতাকে ক্রমশ ধংসের দিকে নিয়ে যাচ্ছে।![]()
( তবে একটা কথা কিন্তু অস্বীকার করা যায় না, ব্রিটিশরা এসেছিল বলেই ভারত কিন্তু মধ্যযুগ থেকে বেরিয়ে আসতে পেরেছে। ভালো দিকটা দ্যাখো, সবদিক থেকে প্রচুর উন্নতি করে গেছে। বিশেষ করে তৎকালীন রাজধানী কলকাতার এই খ্যাতির সুত্রপাত কিন্তু ব্রিটিশদের হাত ধরেই। শিক্ষা, সমাজ ব্যবস্থা (সতীদাহ, বাল্য বিবাহ, বহুবিবাহ), নগর পরিকল্পনা, শিল্প সবকিছুই আমূল বদলে দিয়ে গেছে।![]()
একমত ব্রিটিশ রা যেমন ক্ষতি করেছিলো তেমন ভালো কাজ ও করে ছিলো তারা । শুধু ক্ষমতা লোভী কিছু সংখ্যক ক্ষুদ্র রাজা এবং তথাকথিত সমাজের উচ্চ জাতির মানুষের কাছে সেগুলো চোখের বালি হয়ে দাঁড়িয়ে ছিলো । কারণ এই সভ্যতার মডার্ন যুগে দেশ প্রেমিক দের বানানো উড়াল পথ ও ভেঙে যায় কিন্তু সেযুগের লুটকারী ব্রিটিশ দের বানানো রবীন্দ্র সেতু এতো দিনেও ভেঙে পড়েনি ।