14-01-2021, 06:40 PM
(14-01-2021, 04:48 PM)Mr Fantastic Wrote: " তারপর বুঝলাম যে ইনি যে গ্রহে ফিরে যাচ্ছেন সেটা স্বর্গ । যেখানে যেতে গেলে মৃত্যুর দরজা অতিক্রম করতে হয় " - তুমি গল্পটা যে দৃষ্টিভঙ্গিতে উপলব্ধি করলে আমি কিন্তু সেটা ভেবে লিখিনি, কিন্তু তোমার এই অনুধাবন সম্পূর্ণ যুক্তিযুক্ত। এই আঙ্গিক থেকে আমি ভেবে দেখিনি, কিন্তু এখন মনে হচ্ছে এটাও একদম সঠিক বিশ্লেষণ।
"অথচ এই অফিসারের অফিসার নাকি একদা এই পৃথিবীতে এসেছিলো ভালোবাসার প্রচার করতে ।" - নাহ, একথা তো বলিনি![]()
তবে এমনও তো হতে পারে যে গল্পের "আমি" ক্রমাগত নিজের বিবেকের সাথে দোটানায় পড়ে একসময় সব নিষেধ-নিয়মের তোয়াক্কা না করে নিজের গ্রহের মানুষদের বিরুদ্ধে গিয়ে সব নিরাপত্তার বেড়াজাল ভেঙে নিজস্ব স্পেসশিপে চেপে আবার ফিরে এলো এই সবুজ পৃথিবীর বুকে সেই প্রিয়তমা রমণীটির কাছে যে উদাস ভঙ্গিতে অশ্রুসিক্ত বিনিদ্র চোখে জানলার ধারে বসে আকাশ পানে চেয়ে আছে এক ক্ষীণ আশা নিয়ে যে - সে আসবে, ঠিক আসবে...আমার ভালোবাসা আসবে ওই মেঘের কোল বেয়ে।![]()
![]()
তাই বলি, এটা তোমার মনের মানুষের সাথে শেয়ার করো, এতে ভালোবাসা বাড়বে বই কমবে না। মিলিয়ে দেখো আমার কথা
এটা একটা সান্ত্বনা মাত্র মিস্টার ফান্টু ভাই । তুমি গল্পে কোথাও এটার ইঙ্গিত দাওনি । বরং ব্রহ্মান্ডের নিয়ম কেই কঠোর রূপেই দেখিয়েছো । সেটাই ঠিক। বিদিশা তো ওকে জিজ্ঞেস করেছিলো । সেতো বলল যে এক হাজার বৎসর লেগে যাবে । সুতরাং মিথ্যা সান্ত্বনা দিয়ে লাভ নেই । যাইহোক তোমার অনুরোধে আমি শেয়ার করবো অবশ্যই । দেখবো সে কি বলে । তবে তোমার পুচকি কি বলেছেন সেটা জানার ও ইচ্ছে রইলো । আর ইন্টাস্টালোর মুভিটা দেখেছো নিশ্চই ।