14-01-2021, 04:48 PM
(This post was last modified: 14-01-2021, 04:50 PM by Mr Fantastic. Edited 1 time in total. Edited 1 time in total.)
(14-01-2021, 09:37 AM)Jupiter10 Wrote: সকাল সকাল পড়ে বড়োই বিচিত্র অনুভূতি হলো মনে । একবার ভাবলাম নীল বিড়াল!! এমন হয় নাকি? তারপর ভাবলাম এটা নিখাদ কল্প বিজ্ঞান । তারপর ক্ষনিকের জন্য মনে হলো নানা এটা মৃত্যুর গাথা বলছে । সান্ত্বনা দিলাম, নাহঃ তো কোথায় মৃত্যু এতো সত্যিই অন্য গ্রহে যাচ্ছে । ইনি তো পর গ্রহী । এলিয়েন । এখানে এসে রোগ জীবাণু সংক্রমণ ইত্যাদি তে ফেঁসে গিয়েছে । তারপর বুঝলাম যে ইনি যে গ্রহে ফিরে যাচ্ছেন সেটা স্বর্গ । যেখানে যেতে গেলে মৃত্যুর দরজা অতিক্রম করতে হয় । সত্যিই বড় বিচিত্র । মানুষের জীবনে একটা সময় আসে যখন সেখানে যেতে হয়।
কিন্তু একটাই প্রশ্ন কেন? সবার সময় ভিন্ন ভিন্ন হয়? কেন যাদের অনেক কাজ করার বাকি তাদের কেউ চলে যেতে হয়? কেন ওই অফিসার শোনে না যে বিদিশার মতো একজন মানুষ আছে তাকে তার প্রয়জন ।সে তাকে ভালোবাসে । অথচ এই অফিসারের অফিসার নাকি একদা এই পৃথিবীতে এসেছিলো ভালোবাসার প্রচার করতে ।
যাইহোক ভেবে ছিলাম এটা মিষ্টি প্রেমের গল্প হবে । রোমান্টিক স্টোরি । মনের মানুষ কে শেয়ার করবো । কিন্তু আর সাহস হলো না ।
শুভ মকর সংক্রান্তি![]()
" তারপর বুঝলাম যে ইনি যে গ্রহে ফিরে যাচ্ছেন সেটা স্বর্গ । যেখানে যেতে গেলে মৃত্যুর দরজা অতিক্রম করতে হয় " - তুমি গল্পটা যে দৃষ্টিভঙ্গিতে উপলব্ধি করলে আমি কিন্তু সেটা ভেবে লিখিনি, কিন্তু তোমার এই অনুধাবন সম্পূর্ণ যুক্তিযুক্ত। এই আঙ্গিক থেকে আমি ভেবে দেখিনি, কিন্তু এখন মনে হচ্ছে এটাও একদম সঠিক বিশ্লেষণ।
"অথচ এই অফিসারের অফিসার নাকি একদা এই পৃথিবীতে এসেছিলো ভালোবাসার প্রচার করতে ।" - নাহ, একথা তো বলিনি

তবে এমনও তো হতে পারে যে গল্পের "আমি" ক্রমাগত নিজের বিবেকের সাথে দোটানায় পড়ে একসময় সব নিষেধ-নিয়মের তোয়াক্কা না করে নিজের গ্রহের মানুষদের বিরুদ্ধে গিয়ে সব নিরাপত্তার বেড়াজাল ভেঙে নিজস্ব স্পেসশিপে চেপে আবার ফিরে এলো এই সবুজ পৃথিবীর বুকে সেই প্রিয়তমা রমণীটির কাছে যে উদাস ভঙ্গিতে অশ্রুসিক্ত বিনিদ্র চোখে জানলার ধারে বসে আকাশ পানে চেয়ে আছে এক ক্ষীণ আশা নিয়ে যে - সে আসবে, ঠিক আসবে...আমার ভালোবাসা আসবে ওই মেঘের কোল বেয়ে।


তাই বলি, এটা তোমার মনের মানুষের সাথে শেয়ার করো, এতে ভালোবাসা বাড়বে বই কমবে না। মিলিয়ে দেখো আমার কথা
