14-01-2021, 09:37 AM
সকাল সকাল পড়ে বড়োই বিচিত্র অনুভূতি হলো মনে । একবার ভাবলাম নীল বিড়াল!! এমন হয় নাকি? তারপর ভাবলাম এটা নিখাদ কল্প বিজ্ঞান । তারপর ক্ষনিকের জন্য মনে হলো নানা এটা মৃত্যুর গাথা বলছে । সান্ত্বনা দিলাম, নাহঃ তো কোথায় মৃত্যু এতো সত্যিই অন্য গ্রহে যাচ্ছে । ইনি তো পর গ্রহী । এলিয়েন । এখানে এসে রোগ জীবাণু সংক্রমণ ইত্যাদি তে ফেঁসে গিয়েছে । তারপর বুঝলাম যে ইনি যে গ্রহে ফিরে যাচ্ছেন সেটা স্বর্গ । যেখানে যেতে গেলে মৃত্যুর দরজা অতিক্রম করতে হয় । সত্যিই বড় বিচিত্র । মানুষের জীবনে একটা সময় আসে যখন সেখানে যেতে হয়।
কিন্তু একটাই প্রশ্ন কেন? সবার সময় ভিন্ন ভিন্ন হয়? কেন যাদের অনেক কাজ করার বাকি তাদের কেউ চলে যেতে হয়? কেন ওই অফিসার শোনে না যে বিদিশার মতো একজন মানুষ আছে তাকে তার প্রয়জন ।সে তাকে ভালোবাসে । অথচ এই অফিসারের অফিসার নাকি একদা এই পৃথিবীতে এসেছিলো ভালোবাসার প্রচার করতে ।
যাইহোক ভেবে ছিলাম এটা মিষ্টি প্রেমের গল্প হবে । রোমান্টিক স্টোরি । মনের মানুষ কে শেয়ার করবো । কিন্তু আর সাহস হলো না ।
শুভ মকর সংক্রান্তি
কিন্তু একটাই প্রশ্ন কেন? সবার সময় ভিন্ন ভিন্ন হয়? কেন যাদের অনেক কাজ করার বাকি তাদের কেউ চলে যেতে হয়? কেন ওই অফিসার শোনে না যে বিদিশার মতো একজন মানুষ আছে তাকে তার প্রয়জন ।সে তাকে ভালোবাসে । অথচ এই অফিসারের অফিসার নাকি একদা এই পৃথিবীতে এসেছিলো ভালোবাসার প্রচার করতে ।
যাইহোক ভেবে ছিলাম এটা মিষ্টি প্রেমের গল্প হবে । রোমান্টিক স্টোরি । মনের মানুষ কে শেয়ার করবো । কিন্তু আর সাহস হলো না ।
শুভ মকর সংক্রান্তি
