14-01-2021, 12:20 AM
হমমমম……… একটা দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে। খালি হাতে যাওয়া চলবে না। মনে মনে গুছিয়ে নিতে শুরু করে সে, এই প্রথম যাচ্ছে সে রিমির বাড়ি। ভালো কিছু মিষ্টি নিয়ে যেতে হবে। কিছু গিফট নিয়ে যেতে হবে……… বাচ্চা মেয়েটার জন্য কিছু কিনতে হবে, রিমির জন্য ও কিছু কিনতে হবে। কিন্তু কি কিনবে রিমির জন্য? কোনোদিন সে এমন পরিস্থিতির সন্মুখিন হয় নি সে। দোকানে গিয়ে দেখা যাক, মাথায় কিছু আসে কি না। সুমিত্রার বাপের বাড়ি যাওয়া থেকে যে তাকে আগলে আগলে রেখেছিল, যার কথা সে অবচেতন মনে বার বার ভাবে, তার সাথে দেখা হবে…… কথাটা ভাবতেই এক রকমের উদ্দীপনা, চাপা উৎকণ্ঠা মনের আনাচে কানাচে ঘুরতে থাকে। আগামিকাল কি সে পাবে রিমিকে? মনের মধ্যে হাজার রকমের প্রশ্ন উঁকি মারতে থাকে। তার বন্দীদশা কি ভাঙতে চলেছে আগামিকাল। আরে এত দেখছি বোর্ড পরীক্ষার পরিনাম বেরনোর আগের রাতের মতন অবস্থা। কথাটা মনে হতেই নিজে নিজে হেসে ফেলে ইন্দ্র। ইসসসসস………কি অবস্থা তাঁর। প্রবাল যদি একবার সবকিছু জানতে পারে, তাহলে তাকে আর আস্ত রাখবে না। চিৎকার করে হয়তো বলবে, বাপরে পারিস বটে তুই কথা চাপতে। নাহহহহ………কাউকে জানানো চলবে না। প্রবাল কেও না।
যার সাথে এতদিন শুধু ফোনে কথা হয়েছে তাঁর সাথে দেখা হতে চলেছে তাঁর। মনের মধ্যে একটা ঝড় যেন বয়ে চলেছে ইন্দ্রর। রিমির যে ফটোটা সে নিজের কম্পিউটারে সেভ করে রেখেছিল, বাস্তবেও কি সে একই রকম? না কি কিছুটা আলাদা? এতদিন শুধু ফোনে রিমির সাথে কথা বলে তাঁর কথা বলার ধরন, সে কেমন করে হাসে, সেই সম্পর্কে সে ভালো মতন অবগত কিন্তু বাস্তবে সে একটু অন্যরকমের ও তো হতে পারে। যদি রিমির স্বামী তাঁদের দুজনের ব্যাপারটা জানতে পারে, কেমন প্রতিক্রিয়া হতে পারে তাঁর? আবার নিজেকেই নিজে সান্ত্বনা দেয়, রিমির স্বামী তো ঘরেই থাকবে না। রিমিই তো নিজমুখে বলেছে, তাহলে এই উদ্ভট চিন্তাধারা কে কেও প্রশ্রয় দিচ্ছে সে। নাহহহহহ………আর ভাবতে পারছে না সে।
“স্যার………… আপনার গাড়ি রেডি হয়ে গেছে। আপনি চাবি নিয়ে নিতে পারেন এবারে। তার আগে একবার চেক করে নিন”। শো রুমের সার্ভিস ইঞ্জিনিয়ারের কথায় চিন্তা গুলো এলো মেলো হয়ে যায় ইন্দ্রর। ওনার হাতের থেকে গাড়ীর চাবি নিয়ে গাড়ি চেক করতে চলে যায় ইন্দ্র।
বাজারের পারকিং এ গাড়িটা রেখে ভেতরে একটা লেডিস কর্নারের দোকানে এসে দাঁড়ায় ইন্দ্র। দোকানে নানা রকমের পন্য সাজানো রয়েছে। কি নেবে কি নেবে ভাবতে ভাবতেই দোকানের ছেলেটা এসে জিজ্ঞেস করে, “কি নেবেন স্যার? কি দেখাব বলুন”?
-লিপস্টিক দেখান আমাকে। ম্যাট ফিনিশ যেন হয়। আর বাজে জিনিষ দেখাবেন না প্লিস।
-ঠিক আছে। কিন্তু আমরা সাধারণত মেয়েদের হাতের তালুর উল্টো দিকে লিপস্টিক টা লাগিয়ে দেখাই। আপনার হাতে………
-আপনি আমার হাতেই লাগিয়ে দেখাতে পারেন। যদি অসুবিধা না থাকে কোনও।
-ঠিক আছে স্যার।
অনেক গুলো রঙের মধ্যে একটা মেরুন রঙের ল্যাকমে কোম্পানির লিপস্টিক পছন্দ হয় ইন্দ্রর। এই লিপস্টিক ব্যাপারটা দারুন লাগে ইন্দ্রর বরাবর। সুমিত্রাও খুব দামি দামি লিপস্টিক লাগায়। সুমিত্রার সাথে বহুবার দোকানে গেছে সে। কিন্তু সেখানে গিয়ে ক্যাবলার মতন দাড়িয়ে দাড়িয়ে সুমিত্রাকে কিনতে দেখা ছাড়া তার আর কোনও কাজ থাকত না। একটা লিপস্টিক বাছতে প্রচুর সময় লাগত, সুমিত্রার। তাই লিপস্টিক নিয়ে অল্প বিস্তর ধারনা আছে ইন্দ্রর। দোকান থেকে বেড়িয়ে আরেক জায়গা থেকে বড় সাইজের ক্যাডবেরি চকলেট কেনে ইন্দ্র। সেখান থেকে একটা সেলুনে গিয়ে শেভিং করিয়ে ঝকঝকে হয়ে বেড়িয়ে আসে ইন্দ্র।
রাত হয়ে গেছে………ঝিরঝির করে বৃষ্টি টা আবার শুরু হল। ঘরের জানালা দিয়ে উঁকি মেরে একবার বাইরে টা দেখে নিল ইন্দ্র। কপালে বেশ কয়েকটা চিন্তার ভ্রুকুটি ফুটে উঠলো সাথে সাথে। মনে মনে একবার বলে উঠলো, যা ওয়েদার……… আগামিকাল সকাল সকাল বেড়তে পারবে তো সে…… কথাটা মাথায় আসতেই নিজেকে নিজে সান্ত্বনা দেয়…… যতই বৃষ্টি ঝড় হোক, সে আগামিকাল যাবেই। এমন সুযোগ কে হাতছাড়া করা যায় না মোটেই।
“কি রে বাবু, বাইরে কি দেখছিস? জানালা টা বন্ধ করে দে। বৃষ্টির ছাট ঘরে ঢুকছে। তুই ও ভিজে যাবি যে, ঠাণ্ডা লেগে যাবে, বন্ধ করে দে জানালা”। কখন যে মা পেছনে এসে দাঁড়িয়েছেন, খেয়াল করেনি ইন্দ্র। মায়ের কথা কানে যেতেই জানালা বন্ধ করে সরে আসে ইন্দ্র। “কি রে সোনা কিছু হয়েছে নাকি? খুব চিন্তার মধ্যে আছিস মনে হচ্ছে, বুম্বার শরীর ঠিক আছে তো রে? ও বাড়িতে থাকলে, বাড়িটাকে বাড়ি বলে মনে হয়, সারা বাড়ি কে মাথায় তুলে রাখে, একদম ভালো লাগছে না রে আমার। একবার ফোন করে দেখবি আমার বাবাই টা কেমন আছে? আরেকটা কথা বলি, রাগ করিস না। সুমিত্রার সাথে বসে শান্ত ভাবে একবার কথা বলে দেখ, বুঝতে চেষ্টা কর, ও কি চাইছে। হয়তো ওর মনেও কিছু কথা আছে, যা ও বলতে পারছে না ”, কথাগুলো বলে, শাড়ির আঁচল দিয়ে ইন্দ্রর মুখে লাগা বৃষ্টির জলের ফোঁটা গুলো সযত্নে মুছে দেয় সুনন্দা দেবী।
“না না সব ঠিক আছে মা। তুমি আবার এই সব শুরু করলে কেন? আমি অনেক বার চেষ্টা করেছি ওকে জানতে, ওর কথা বুঝতে। তুমি শুধু শুধু কেন এত চিন্তা করো? বুম্বাও ঠিক আছে ওখানে। তুমি চিন্তা করোনা। আচ্ছা একটা কথা, আমি আগামিকাল সকালে একটু দুর্গাপুর যাব। কাজ আছে ওখানে একটা। ফিরতে রাত হতে পারে। কেও যদি ফোন করে জিজ্ঞেস করে আমার কথা, তাহলে বলে দেবে বিশেষ কাজে বেড়িয়েছে, ফিরতে দেরি হবে। আমি কোথায় গেছি, সেটা বলার দরকার নেই……বুঝলে? তুমি আমাকে সকালে কিছু জলখাবার বানিয়ে দেবে একটু তাড়াতাড়ি। আমি ওটা খেয়েই বেড়িয়ে যাব”।
রাতের খাওয়া সেরে নিজের রুমে চলে আসে ইন্দ্র। রুমের দরজা বন্ধ করে দিতেই, সব চিন্তা গুলো হুড়মুড় করে মাথার মধ্যে ঢুকে পড়ে। আর মাত্র কয়েকটা ঘণ্টা বাকি তারপরেই সে বেড়িয়ে পড়বে। খালি বিছানায় শুয়ে ছট পট করতে থাকে ইন্দ্র। ঘুম আসে না তার। মনের মধ্যে একটা উৎকণ্ঠা, কখন দেখা হবে রিমির সাথে? কি বলবে সে রিমিকে? সে কি পারবে রিমিকে স্পর্শ করতে?
কখন যে ইন্দ্র ঘুমিয়ে পড়েছিল চিন্তা করতে করতে…… ঘড়িতে অ্যালার্ম টা বেজে উঠতেই ঘুম টা ভেঙ্গে যায় তার। হুড়মুড় করে উঠে বসেই ঘড়ির দিকে তাকায়……… ভোর হয়ে গেছে। ছয় টা বাজে। নাহহহহ আর দেরি করা চলবে না। উঠে পড়ে বিছানা থেকে। জানালা টা খুলতেই, একরাশ ঠাণ্ডা হওয়া মুখে এসে ঝাপটা দেয়। সারা রাত বৃষ্টি হয়েছে। আকাশে এখনও মেঘ জমে আছে। মনে হয় না আজ রোদ উঠবে। বরাবরই এমন ওয়েদারে ড্রাইভ করতে ভালো লাগে তার। রুমের দরজা খুলে বাইরে বেড়িয়ে আসতেই দেখে মা রান্না ঘরে চা বানাচ্ছেন। ডাইনিং টেবিলের চেয়ারে বসে চায়ের জন্য অপেক্ষা করতে থাকে সে। গতকাল থেকেই সে নিজের ভাবাবেগ কে যথেষ্ট সংযত রাখার চেষ্টা করছে, তবুও মাঝে মাঝে ভুল ভাল কাজ করে নিজেই হেসে ফেলছে।
যার সাথে এতদিন শুধু ফোনে কথা হয়েছে তাঁর সাথে দেখা হতে চলেছে তাঁর। মনের মধ্যে একটা ঝড় যেন বয়ে চলেছে ইন্দ্রর। রিমির যে ফটোটা সে নিজের কম্পিউটারে সেভ করে রেখেছিল, বাস্তবেও কি সে একই রকম? না কি কিছুটা আলাদা? এতদিন শুধু ফোনে রিমির সাথে কথা বলে তাঁর কথা বলার ধরন, সে কেমন করে হাসে, সেই সম্পর্কে সে ভালো মতন অবগত কিন্তু বাস্তবে সে একটু অন্যরকমের ও তো হতে পারে। যদি রিমির স্বামী তাঁদের দুজনের ব্যাপারটা জানতে পারে, কেমন প্রতিক্রিয়া হতে পারে তাঁর? আবার নিজেকেই নিজে সান্ত্বনা দেয়, রিমির স্বামী তো ঘরেই থাকবে না। রিমিই তো নিজমুখে বলেছে, তাহলে এই উদ্ভট চিন্তাধারা কে কেও প্রশ্রয় দিচ্ছে সে। নাহহহহহ………আর ভাবতে পারছে না সে।
“স্যার………… আপনার গাড়ি রেডি হয়ে গেছে। আপনি চাবি নিয়ে নিতে পারেন এবারে। তার আগে একবার চেক করে নিন”। শো রুমের সার্ভিস ইঞ্জিনিয়ারের কথায় চিন্তা গুলো এলো মেলো হয়ে যায় ইন্দ্রর। ওনার হাতের থেকে গাড়ীর চাবি নিয়ে গাড়ি চেক করতে চলে যায় ইন্দ্র।
বাজারের পারকিং এ গাড়িটা রেখে ভেতরে একটা লেডিস কর্নারের দোকানে এসে দাঁড়ায় ইন্দ্র। দোকানে নানা রকমের পন্য সাজানো রয়েছে। কি নেবে কি নেবে ভাবতে ভাবতেই দোকানের ছেলেটা এসে জিজ্ঞেস করে, “কি নেবেন স্যার? কি দেখাব বলুন”?
-লিপস্টিক দেখান আমাকে। ম্যাট ফিনিশ যেন হয়। আর বাজে জিনিষ দেখাবেন না প্লিস।
-ঠিক আছে। কিন্তু আমরা সাধারণত মেয়েদের হাতের তালুর উল্টো দিকে লিপস্টিক টা লাগিয়ে দেখাই। আপনার হাতে………
-আপনি আমার হাতেই লাগিয়ে দেখাতে পারেন। যদি অসুবিধা না থাকে কোনও।
-ঠিক আছে স্যার।
অনেক গুলো রঙের মধ্যে একটা মেরুন রঙের ল্যাকমে কোম্পানির লিপস্টিক পছন্দ হয় ইন্দ্রর। এই লিপস্টিক ব্যাপারটা দারুন লাগে ইন্দ্রর বরাবর। সুমিত্রাও খুব দামি দামি লিপস্টিক লাগায়। সুমিত্রার সাথে বহুবার দোকানে গেছে সে। কিন্তু সেখানে গিয়ে ক্যাবলার মতন দাড়িয়ে দাড়িয়ে সুমিত্রাকে কিনতে দেখা ছাড়া তার আর কোনও কাজ থাকত না। একটা লিপস্টিক বাছতে প্রচুর সময় লাগত, সুমিত্রার। তাই লিপস্টিক নিয়ে অল্প বিস্তর ধারনা আছে ইন্দ্রর। দোকান থেকে বেড়িয়ে আরেক জায়গা থেকে বড় সাইজের ক্যাডবেরি চকলেট কেনে ইন্দ্র। সেখান থেকে একটা সেলুনে গিয়ে শেভিং করিয়ে ঝকঝকে হয়ে বেড়িয়ে আসে ইন্দ্র।
রাত হয়ে গেছে………ঝিরঝির করে বৃষ্টি টা আবার শুরু হল। ঘরের জানালা দিয়ে উঁকি মেরে একবার বাইরে টা দেখে নিল ইন্দ্র। কপালে বেশ কয়েকটা চিন্তার ভ্রুকুটি ফুটে উঠলো সাথে সাথে। মনে মনে একবার বলে উঠলো, যা ওয়েদার……… আগামিকাল সকাল সকাল বেড়তে পারবে তো সে…… কথাটা মাথায় আসতেই নিজেকে নিজে সান্ত্বনা দেয়…… যতই বৃষ্টি ঝড় হোক, সে আগামিকাল যাবেই। এমন সুযোগ কে হাতছাড়া করা যায় না মোটেই।
“কি রে বাবু, বাইরে কি দেখছিস? জানালা টা বন্ধ করে দে। বৃষ্টির ছাট ঘরে ঢুকছে। তুই ও ভিজে যাবি যে, ঠাণ্ডা লেগে যাবে, বন্ধ করে দে জানালা”। কখন যে মা পেছনে এসে দাঁড়িয়েছেন, খেয়াল করেনি ইন্দ্র। মায়ের কথা কানে যেতেই জানালা বন্ধ করে সরে আসে ইন্দ্র। “কি রে সোনা কিছু হয়েছে নাকি? খুব চিন্তার মধ্যে আছিস মনে হচ্ছে, বুম্বার শরীর ঠিক আছে তো রে? ও বাড়িতে থাকলে, বাড়িটাকে বাড়ি বলে মনে হয়, সারা বাড়ি কে মাথায় তুলে রাখে, একদম ভালো লাগছে না রে আমার। একবার ফোন করে দেখবি আমার বাবাই টা কেমন আছে? আরেকটা কথা বলি, রাগ করিস না। সুমিত্রার সাথে বসে শান্ত ভাবে একবার কথা বলে দেখ, বুঝতে চেষ্টা কর, ও কি চাইছে। হয়তো ওর মনেও কিছু কথা আছে, যা ও বলতে পারছে না ”, কথাগুলো বলে, শাড়ির আঁচল দিয়ে ইন্দ্রর মুখে লাগা বৃষ্টির জলের ফোঁটা গুলো সযত্নে মুছে দেয় সুনন্দা দেবী।
“না না সব ঠিক আছে মা। তুমি আবার এই সব শুরু করলে কেন? আমি অনেক বার চেষ্টা করেছি ওকে জানতে, ওর কথা বুঝতে। তুমি শুধু শুধু কেন এত চিন্তা করো? বুম্বাও ঠিক আছে ওখানে। তুমি চিন্তা করোনা। আচ্ছা একটা কথা, আমি আগামিকাল সকালে একটু দুর্গাপুর যাব। কাজ আছে ওখানে একটা। ফিরতে রাত হতে পারে। কেও যদি ফোন করে জিজ্ঞেস করে আমার কথা, তাহলে বলে দেবে বিশেষ কাজে বেড়িয়েছে, ফিরতে দেরি হবে। আমি কোথায় গেছি, সেটা বলার দরকার নেই……বুঝলে? তুমি আমাকে সকালে কিছু জলখাবার বানিয়ে দেবে একটু তাড়াতাড়ি। আমি ওটা খেয়েই বেড়িয়ে যাব”।
রাতের খাওয়া সেরে নিজের রুমে চলে আসে ইন্দ্র। রুমের দরজা বন্ধ করে দিতেই, সব চিন্তা গুলো হুড়মুড় করে মাথার মধ্যে ঢুকে পড়ে। আর মাত্র কয়েকটা ঘণ্টা বাকি তারপরেই সে বেড়িয়ে পড়বে। খালি বিছানায় শুয়ে ছট পট করতে থাকে ইন্দ্র। ঘুম আসে না তার। মনের মধ্যে একটা উৎকণ্ঠা, কখন দেখা হবে রিমির সাথে? কি বলবে সে রিমিকে? সে কি পারবে রিমিকে স্পর্শ করতে?
কখন যে ইন্দ্র ঘুমিয়ে পড়েছিল চিন্তা করতে করতে…… ঘড়িতে অ্যালার্ম টা বেজে উঠতেই ঘুম টা ভেঙ্গে যায় তার। হুড়মুড় করে উঠে বসেই ঘড়ির দিকে তাকায়……… ভোর হয়ে গেছে। ছয় টা বাজে। নাহহহহ আর দেরি করা চলবে না। উঠে পড়ে বিছানা থেকে। জানালা টা খুলতেই, একরাশ ঠাণ্ডা হওয়া মুখে এসে ঝাপটা দেয়। সারা রাত বৃষ্টি হয়েছে। আকাশে এখনও মেঘ জমে আছে। মনে হয় না আজ রোদ উঠবে। বরাবরই এমন ওয়েদারে ড্রাইভ করতে ভালো লাগে তার। রুমের দরজা খুলে বাইরে বেড়িয়ে আসতেই দেখে মা রান্না ঘরে চা বানাচ্ছেন। ডাইনিং টেবিলের চেয়ারে বসে চায়ের জন্য অপেক্ষা করতে থাকে সে। গতকাল থেকেই সে নিজের ভাবাবেগ কে যথেষ্ট সংযত রাখার চেষ্টা করছে, তবুও মাঝে মাঝে ভুল ভাল কাজ করে নিজেই হেসে ফেলছে।
তোমাকে খুঁজে বেড়াই