14-01-2021, 12:09 AM
(13-01-2021, 11:16 PM)pinuram Wrote: "ভালোবাসা" এর "ভালোলাগা" দুটোর মধ্যে খুব গভীর সম্পর্ক অথচ দুটো অনেক অর্থে ভিন্ন অর্থ বহন করে! অনেক সময়ে ভালোলাগা ছাপিয়ে যায় ভালোবাসাকে! এটা আমার নয়, আমার এক বান্ধবীর উক্তি! বলেছিল আমাকে -- "হয়ত এক সময়ে অনেক কথা আমরা নিজের জীবন সঙ্গী অথবা সঙ্গিনীকে বলতে পারব না যেটা তুই এর আমি অনায়াসে নিজেদেরকে বলতে পারবো!" ভালোলাগা সেখানেই বেঁচে আছে, আজো আছে!!!!!একদম ঠিক......... এমন প্রচুর কথা আছে, যা আমরা জীবন সঙ্গিনীকে বলতে পারবোনা। কারন একটাই, বুঝবে না। তবে একটাই প্রার্থনা যে যেখানে ভালো আছে, ভালো থাক। এমন অনেক ভালোলাগা আছে, যা পরবর্তী জীবনে হারিয়ে গেছে, এমন অনেক ভালোলাগা আছে যা পরে আর ভালোবাসা হয়ে উঠতে পারেনি। কি ঠিক তো পিনুরাম?
তোমাকে খুঁজে বেড়াই