13-01-2021, 11:33 PM
(13-01-2021, 07:12 PM)Mr Fantastic Wrote:
" নীল বিড়াল “
অফিসার মৃদু হাসলেন। বললেন, প্রেম নামে একটা ছোঁয়াচে মানসিকতা আছে এইসব প্রাচীন গ্রহে জানো?
--- হ্যাঁ জানি।
-- তোমাকে স্পর্শ করেনি?
আমি চুপ করে থাকি। তারপর মাথা নেড়ে বলি, না আমাকে তেমন কিছু স্পর্শ করেনি। তবু আবার ফিরে যাবার একটা ইচ্ছে হচ্ছে। খুব ইচ্ছে হচ্ছে, গিয়ে দেখে আসি একজন মানবী আমার জন্য, শুধু আমার জন্য, শুধু আমার বিরহে কেঁদে চলেছে।
অফিসার উচ্চকন্ঠে হাসলেন।
আমার কিন্তু হাসি পেল না।
**************
(সমাপ্ত)
উফফফ কি যে বলি, এই ঠিকানায় অনেক কিছুই পাওয়া যাচ্ছে! দিনে দিনে আরো এক ফেরিওয়ালা আসছে! সত্যি বলছি হিংসে হচ্ছে, তোমাকে নয় এই বাইসেন্টিনাল ম্যান কে! রবিন উইলিয়ামসের একটা বিখ্যাত সিনেমা! মনে পরে গেল ভীষণ ভাবেই



![[Image: 20210115-150253.jpg]](https://i.ibb.co/7prGwZZ/20210115-150253.jpg)