13-01-2021, 11:07 PM
(13-01-2021, 08:27 PM)Mr Fantastic Wrote: " চির নিদ্রায় শায়িত আমার বিশ্ব সুন্দরী দিম্মা " - হরিদ্বারের অপরুপ অপার্থিব নিসর্গ শোভা এক লহমায় ফিকে হয়ে গেল এই শোচনীয় বেদনাদায়ক লাইনটা পড়েমনে পড়ে গেল নিজের দিম্মার কথা, কমবয়েসে নাকি ঠিক যেন যৌবনের সুপ্রিয়া দেবী ছিলেন
ভীষণ ভালোবাসতো আমাকে, দুষ্টুমিতে প্রশ্রয় দিত, মায়ের হাতে মার খাওয়া থেকে বাঁচাত, সাঁতার শিখিয়েছিল। আর কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে যতদিন যাচ্ছে আদি আর তিতলি ক্রমশ দূরে সরে যাচ্ছে একে অপরের থেকে, কিন্তু সেটা তো কাম্য নয় পিনুদা।
দিম্মারা সব সময়ে নাতিদের বড় ভালোবাসেন! তোমার দিম্মার কথা মনে পরে গেল, এই মনে করিয়ে দেওয়াটাই হয়ত আমার কাজ! কতজনের কত কিছু মনে পরে যায়, কেউ বাল্যস্মৃতি খুঁজে পায়, কেউ বাল্যকালের প্রেম খুঁজে পায়! কে কি খুঁজে নেবে সেটা তার ব্যাপার এর আমি এক ফেরিওয়ালা! ওই যে বলেছিলাম এক সময়ে, ফেরি করতে বেড়িয়ে যাবো তোমাদের কাছে! রকমারির ঝুড়ি সাজিয়ে!!!!
![[Image: 20210115-150253.jpg]](https://i.ibb.co/7prGwZZ/20210115-150253.jpg)