13-01-2021, 08:27 PM
" চির নিদ্রায় শায়িত আমার বিশ্ব সুন্দরী দিম্মা " - হরিদ্বারের অপরুপ অপার্থিব নিসর্গ শোভা এক লহমায় ফিকে হয়ে গেল এই শোচনীয় বেদনাদায়ক লাইনটা পড়ে মনে পড়ে গেল নিজের দিম্মার কথা, কমবয়েসে নাকি ঠিক যেন যৌবনের সুপ্রিয়া দেবী ছিলেন ভীষণ ভালোবাসতো আমাকে, দুষ্টুমিতে প্রশ্রয় দিত, মায়ের হাতে মার খাওয়া থেকে বাঁচাত, সাঁতার শিখিয়েছিল। আর কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে যতদিন যাচ্ছে আদি আর তিতলি ক্রমশ দূরে সরে যাচ্ছে একে অপরের থেকে, কিন্তু সেটা তো কাম্য নয় পিনুদা।