13-01-2021, 04:43 PM
এতো চমৎকার একটা গল্প এভাবে অসমাপ্ত রাখাটা খুবই অন্যায় হয়েছে। খুব হালে এরকম সুন্দর বাঁধুনীর কোনো গল্প পড়েছি কিনা মনে করতে পারছি না ! থ্রিলার বরাবরই আমার পছন্দের বিষয়। তার সাথে যখন সাসপেন্স যোগ হয়, তবে তো সেটি হয়ে উঠে একেবারে অনন্যা ! গল্পটিতে এসব কিছুর আভাস খুব জোড়ালো ভাবেই পাচ্ছিলাম। চালিয়ে গেলে সব কিছুর মিশেলে যে একটা অতুলনীয় গল্প হতো, তা বলাই বাহুল্য। চাই কি সঠিকভাবে চলিয়ে গেলে তখন এটা শুধু গল্পেই সীমাবদ্ধ থাকতো না। হয়ে উঠতো থ্রিলার সাসপেন্সে ভরপুর এক অসাধারন ইরোটিক উপন্যাস।
লেখক যদি এখনো লেখা চালিয়ে যাবার ইচ্ছা পোষন করেন, তবে লেখকের প্রতি অনুরোধ থাকবে যেনো লেখাটি উপ্ন্যাসে রূপান্তর করেন, সে জন্য যতো সময়ই লাগে আমরা অপেক্ষায় থাকবো।
এতো সুন্দর একটা গল্পাংশ আমাদের উপহার দেয়ার জন্য লেখককে অনেক অনেক ধন্যবাদ !
লেখক যদি এখনো লেখা চালিয়ে যাবার ইচ্ছা পোষন করেন, তবে লেখকের প্রতি অনুরোধ থাকবে যেনো লেখাটি উপ্ন্যাসে রূপান্তর করেন, সে জন্য যতো সময়ই লাগে আমরা অপেক্ষায় থাকবো।
এতো সুন্দর একটা গল্পাংশ আমাদের উপহার দেয়ার জন্য লেখককে অনেক অনেক ধন্যবাদ !