13-01-2021, 01:36 PM
(12-01-2021, 07:10 PM)Baban Wrote: একদমই নয় আদি দাদা..... তুমি ভয় পাচ্ছ সেটা ঠিক কিন্তু তুমি বাঁচতে চাও আমাদের মতন এটা ভাবাতে কোনো দোষ নেই. অন্তত আমার মনে হয়. প্রেম বড়ো পবিত্র. কিন্তু সেই প্রেমের মাঝে কখনোই মা বাবা পরিবারকে ভুলে যাওয়া উচিত নয়. তারা নিজেদের সব দিয়ে সন্তানকে বড়ো করে তোলে.... আজ যদি প্রেমের জন্য ওই একটু একটু করে বাবা মায়ের ভালোবাসায় বড়ো হয়ে ওঠা একটা নির্দোষ ছেলে খুন হয়ে যায় তাহলে ওই বাবা মায়ের কি দশা হবে!!? তাই তাদের কথা ভেবে সাবধানে পথ চলা উচিত. এক্ষেত্রে তোমার নিজের পরিবারের, নিজের কথা ভেবে তুমি পিছিয়ে আসছো..... আমি ভুল দেখছিনা. হ্যা এটা ঠিক যে তুমি ভয় একটু বেশি পাচ্ছ. আরে তুমি তো আর লোফার অকাজের ছেলে নও..... শিক্ষিত ভদ্র ছেলে. এক্ষেত্রে এগিয়ে যেতে বিশাল কিছু সমস্যা আসবে কি? কে জানে বাবা... আসতেও পারে. ওই পরিবারের কিছু ভিলেন মার্কা লোকগুলো অন্যের ক্ষতি করতে একটু বেশি পছন্দ করে. যাইহোক..... দেখি আগে কি হয় তোমার সাথে.
এই গল্পের শুরুর অর্ধেকটা আসলে মোটামুটি একটা সত্যি ঘটনার সঙ্গে খুব মেলে ...
সত্যিকারের আদি আসলেই এই ব্যাপারগুলোর ( যেগুলো তুমি বললে ) কথা ভেবে পিছিয়ে গেছিলো একদিন ...
সবার কথা ভেবে দুটো প্রাণ ঠিক করেছিল আলাদা আলাদা পথে হাঁটার ,যদিও নিজেরা তারা ভেঙে গুড়িয়ে চুরচুর হয়ে গেছিলো , তবুও আর পিছে ফিরে দেখেনি .... কিন্তু আজও বোধহয় 12000 কিলোমিটার দূরে থেকেও দুজনেই হয়তো একা বসে কখনো কখনো একে ওপরের কথা ভাবে ... দিন কেটে যায় একটার পর একটা ...
পিনুদার গল্পে আদি হারবে না ..... শুধু এটুকুই বলে দিলাম , বাকিটা সব কথা পিনুদাই বলবে ...