12-01-2021, 07:32 PM
(11-01-2021, 05:42 AM)dada_of_india Wrote: লকডাউনের বিকেল।
শিবানী দাশ।
স্বামীকে বললেন ---ছেলেগুলো কিন্তু বেশ। না গো? প্রথম আলাপেই কেমন আপন করে নিয়েছে আমাদের। অথচ আমাদের নিজের রক্তের ছেলেকে দ্যাখ, এতদিন কোলকাতায় এসে থাকল, একটি বারের জন্য বুড়ো বাপ মায়ের বাড়িতে এলো না পর্যন্ত। নিজের জীবনের সমস্ত শখ-আহ্লাদ, সুখ-আনন্দ বিসর্জন দিয়ে ছেলে মানুষ করার এই তো আলটিমেট পরিণতি।
আনমনাভাবে দুর্বারের বাবার গলা দিয়ে নির্লিপ্ত জবাব বেরিয়ে আসে ---হ্যাঁ। সত্যিই খুব অমায়িক ছেলেগুলো।
শুধু মাত্র পয়সার একদিক দেখেই বিচার করা উচিত নয়! ইংরেজিতে একটা কথা আছে "A coin has two sides" যদিও গল্পটা খুব ভালো তাও ওই শেষের দিকে মন থেকে মেনে নিতে পারি না অনেক কারনে !!!!!