12-01-2021, 07:15 PM
(12-01-2021, 03:35 PM)Jupiter10 Wrote: সত্যিই গল্পটা পড়বার সময় একবার মনে হলো ধাক্কা টা আমার নিজের নাকে লাগেনি তো?
নায়কের ব্যাথা পাঠক ও অনুভব করছে । বুঝতে পারছো?
এতো সংক্ষেপে এতো সুক্ষ অনুভূতি তুমি দিতে পারো কি করে? আশ্চর্য হই । লেখা কি এমনই হওয়া উচিৎ?
মনে প্রশ্ন জাগে এই অফবিট প্লট তোমার মাথায় আসে কি করে? অথবা এগুলো কি তোমার জীবনের অভিজ্ঞতা?
আর মৌমিতার সুক্ষ অভিব্যাক্তি? অসাধারণ ।
জীবনে প্রায় সব পুরুষ এমনি স্ত্রীর কাঙ্খা রাখে । কিন্তু জোটেনা ।
যাইহোক তুমি একটা প্রশ্ন পাঠক দের মনে রেখে গেলে, সেটা হলো ঘুষি মারলো কি করে?
আর উত্তর কলকাতায় মাল দার পার্টি আছে দাদা তবে ওরা শো অফ করে না ?
গল্পের নায়কের ব্যথা, তার অনুভূতি যদি পাঠকও বুঝতে পারে তাহলে একজন সামান্য গল্প লিখিয়ের কাছে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না ভায়া !

আর গল্প গুলো সংক্ষিপ্ত হচ্ছে কারণ বিশদে বড়ো গল্প বা উপন্যাস লিখতে পারি না

এবার আসি গল্পের প্লট প্রসঙ্গে। গল্পটা লেখার পর তোমার মতো অনেকেই জিজ্ঞেস করেছিল এই পটভূমিকা আমার কোনো বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া কিনা - আসলে এটা কল্পনাপ্রসূত গল্প, তবে মৌমিতা চরিত্রটাকে আমার পুচ্চির কথা মাথায় রেখে বানিয়েছিলাম। পুচ্চিও ঠিক এরকম দয়ালু, কারোর দুঃখ-কষ্ট দেখতে পারে না, খুব ভালো মনের মেয়ে


আর ঘুষি কে মারল ওটা অতো দরকারি নয় এখানে, তাই না বলাই থাক

উত্তর কলকাতার বনেদি বাড়ির মানুষরা ধনী হলেও লোক দেখানো বা অপরকে তাচ্ছিল্য করার স্বভাব নেই, এটা ঠিক বলেছ একদম

