12-01-2021, 06:46 PM
(12-01-2021, 04:28 PM)dada_of_india Wrote: ভয় জিনিসটা ঠিক মেনে পারছি না! যে পুরুষ ভয়ে পিছিয়ে আসে কোনো পুরুষ বলা যায় না! তাই আদি কে মানুষের পর্যায়ে ফেলতে পারলাম না
আদিকে মানুষের পর্যায় ফেলা যায় কি যায় না, সেটা পাঠক বিচার করবে আর সে মতে তোমার মনে হয়েছে আদি মানুষ নয়, কাপুরুষ, কেঁচো! এখানেই হয়ত পিনুরাম সার্থক! সবাই এক হয় না, কারুর মধ্যে বাঁচার ইচ্ছেটা প্রবল হয়, কারুর মধ্যে মরার ইচ্ছেটা প্রবল হয়! কেউ বেঁচে থাকার জন্য লড়াই করে কেউ মরার জন্য লড়াই করে! লড়াই সবাই করে! তুমি যেটা বলেছ তাতে কতটা তোমার বিবেক বুদ্ধি কাজ করেছে সেটা অবশ্য জানি না! কারণ, আদির দিক তোমরা কেউই দেখছ না! শুধু মাত্র এটাই দেখছ যেহেতু তিতলির প্রেম প্রত্যাখান করেছে তাই আদি মানুষ নয়! এবারে আদির একটা প্রশ্নের উত্তর দাও - যদি ধর, ওর কাকার সম্মুখীন হয়ে আদিকে পঙ্গু করে দেয় তখন কে দেখবে আদিকে? মা ছোট বেলায় মারা গেছে, বাবার ঠিকানা জানা নেই, মামা মামির বয়স হয়েছে, ওর দাদা প্রবালের নিজের একটা সংসার আছে! কে দেখবে আদিকে যখন বাড়িতে একা পরে থাকবে? সেটা কি একবার ভেবেছ? ভীতি কি সত্যি অমূলক?