12-01-2021, 03:44 PM
(12-01-2021, 01:33 PM)bourses Wrote: শেষ আপডেটটা পড়লাম... পড়তে পড়তে দাড়িবুড়োর একটা কবিতা মনে পড়ে গেল, তাই শেয়ার না করে পারলাম না...
এ যেন রে অভিশপ্ত প্রেতের পিপাসা -
শরীর রয়েছে পড়ে, শুধু দেহ নাই।
এ কেমন হৃদয়ের দুর্বল দূরাশা
সাধের বস্তুর মাঝে করে চাই - চাই।
দুটি চরণেতে বেঁধে ফুলের শৃঙ্খল
কেবল পথের পানে চেয়ে বসে থাকা!
মানব জীবন যেন সকলি নিস্ফল -
বিশ্ব যেন চিত্রপট, আমি যেন আঁকা!
চিরদিন বুভুক্ষিত প্রাণহুতাশন
আমারে করিছে ছাই প্রতি পলে পলে,
মহত্তের আশা শুধু ভারের মতন
আমারে ডুবায়ে দেয় জড়ত্বের তলে।
কোথা সংসারের কাজে জাগ্রত হৃদয়!
কোথা রে সাহস মোর অস্থিমজ্জাময়!
- রবীন্দ্রনাথ ঠাকুর
দাড়ি বুড়োর মতন কবিতা আমি লিখতে পারি না, তাই এত্ত বড় একটা কবিতার উত্তর দেওয়া অসম্ভব! যাই হোক, কবিতাটি উদ্ধৃত করে আমার থ্রেডের মান বাড়িয়ে দিলে তুমি !!!!!!