12-01-2021, 03:26 PM
(11-01-2021, 09:00 PM)Buro_Modon Wrote: জানি না আদি কিসের ভয়ে বার বার পিছিয়ে আসছে, জীবন যুদ্ধে বাঁচার জন্য যুঝতে হবেই নাহলে ডারউইনের বিবর্তনবাদ অনুযায়ী পৃথিবী থেকে মুছে যাওয়া অনিবার্য।
বুজলাম না কিসের এতো ভয়, জীবনে কিসের জন্য এতো insecurity বোধ ?
আর গল্প পড়ে মনে হচ্ছে এর (ভালোবাসার) সবচেয়ে বড় উদাহরণ তো ওর সামনেই আছে।
ওর বাবা মনে হয় ওর মাকে ছেড়ে (মনে মারা যাওয়ার পর) অন্য কারোর সাথে সংসারী হই কিন্তু ওই যে বললাম ভালোবাসা একবার ই হই তাই শেষ বয়সে এসে পুরনো ভালোবাসা মনে পরে আর ছেলের কাছে ফিরে আসে , আদির এখনও সময় আছে যে তিতলি ছাড়া অন্য মেয়েকে নিয়ে কি আদৌ সুখী হতে পারবে না শেষ বয়সে এসে পুরনো খাতা আবার নতুন করে লিখতে বসতে হবে।
সখী, ভাবনা কাহারে বলে ।
সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী
'ভালোবাসা' 'ভালোবাসা'—
সখী, ভালোবাসা কারে কয়!
সে কি কেবলই যাতনাময় ।
সে কি কেবলই চোখের জল?
সে কি কেবলই দুখের
শ্বাস?
লোকে তবে করে কী সুখেরই
তরে এমন দুখের আশ ।
-কবিগুরু
আদি তো সেই জীবন যুদ্ধে যুদ্ধ করে চলেছে, বাঁচার লড়াই! প্রেমের যুদ্ধ মানসিক যুদ্ধ আর বাঁচার যুদ্ধ হচ্ছে আসল যুদ্ধ! আগে বাঁচতে হবে তবেই না কাউকে প্রেম করতে পারবে! মৃত্যু ভয় কার না থাকে? একবার কি আদির আসল দুশিন্তা ভেবে দেখেছেন? ভাবুন, যার বাবা মা নেই, যে মামা বাড়ি থেকে মানুষ হয়েছে, সে যদি মার খেয়ে পঙ্গু হয়ে থাকে তাহলে তাকে কে দেখবে? বুঝলেন এবারে ভয়টা কোথায়?
Reps Added +1