12-01-2021, 02:37 PM
(11-01-2021, 11:34 PM)Baban Wrote: যে কটা লিখেছো.... এটা তার মধ্যে সবথেকে দারুন লাগলো আমার. এতে হয়তো ভাষার ব্যবহার খুব বেশি নেই. খুবই সাধারণ ভাবে লেখা. আর এটাই গল্পের মান বাড়িয়ে দিয়েছে. এই পৃথিবীতে কত রকমের মানুষ যে আছে তা ভাবতেও কেমন লাগে যেন. কেউ নিজের আপন সন্তানকেও আবর্জনায় ফেলে পালিয়ে যায়, আবার কেউ সেই আবর্জনা থেকে তুলে সেই বাচ্চাকে নিজের সন্তানের মতন মানুষ করে, কেউ খাবার জলে ফেলে নষ্ট করে তাও ক্ষুদার্ত কুকুরটার দিকে ফিরেও তাকায়না, আবার কেউ ডেকে ওই কুকুরকে নিজের হাতে খেতে দেয়....
কতই রঙ্গ দেখি দুনিয়ায়.......
পৃথিবীতে যেমন কুটিল, নীচ মনোভাবাপন্ন, অসৎ মানুষের অভাব নেই, তেমনই বড়ো মনের বন্ধু ভাবাপন্ন সুধীজনের সংখ্যাও নেহাত কম নয়। তাদের মতো মানুষদের জন্যই এই পৃথিবী আরও বাসযোগ্য, আরও রঙিন হয়ে ওঠে


