12-01-2021, 10:23 AM
পিনুদা update টা পড়লাম।
এই যে আগুন, এই যে সব পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া জ্বলন সে যে কি বিষম তা সেই শুধু বোঝে যে তাতে পুড়েছে।
পুড়েছি আমিও, পুড়ে যাচ্ছি এখনো ক্রমাগত। ফেলে আসতে হয়েছে, ছেড়ে আসতে হয়ছে কিছু সত্য পালনের যথার্থতায়। তাই তো
বিগলিত অশ্রুর মতো – অভিশাপ বাতাসে,
নিষ্ঠুর দু হাত বাড়ানো।
পারলাম না তো কোন ভাবেই নতুন কিছু ভাবতে। সে যে আজ ও শবরীর প্রতিক্ষায় আমার জন্য। আর আমি ও যে তাই।
বলতে কই পারলাম যে
যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এস না.....।
আর কিছু কথা মনের মধ্যে ডেকে উঠলো ______ এই রকমে।
কম্পিত ধমনি আরও বেশি দাহ্য হিমে, অতল
এমনি উন্মাদনায় হাজার বছর টলমল’।
ঠিক গ্রীষ্মের চাতকের মত, মেঘের মন না বুঝেই অঙ্কুরিত স্বপ্ন এ-ডাল ও-ডাল শেষে
পুনশ্চ: আগামী এঁকেছে নকল নকসা ,অন্ধত্বের ভয়ানক প্রাজ্ঞতায় ।
এই যে আগুন, এই যে সব পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া জ্বলন সে যে কি বিষম তা সেই শুধু বোঝে যে তাতে পুড়েছে।
পুড়েছি আমিও, পুড়ে যাচ্ছি এখনো ক্রমাগত। ফেলে আসতে হয়েছে, ছেড়ে আসতে হয়ছে কিছু সত্য পালনের যথার্থতায়। তাই তো
বিগলিত অশ্রুর মতো – অভিশাপ বাতাসে,
নিষ্ঠুর দু হাত বাড়ানো।
পারলাম না তো কোন ভাবেই নতুন কিছু ভাবতে। সে যে আজ ও শবরীর প্রতিক্ষায় আমার জন্য। আর আমি ও যে তাই।
বলতে কই পারলাম যে
যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এস না.....।
আর কিছু কথা মনের মধ্যে ডেকে উঠলো ______ এই রকমে।
কম্পিত ধমনি আরও বেশি দাহ্য হিমে, অতল
এমনি উন্মাদনায় হাজার বছর টলমল’।
ঠিক গ্রীষ্মের চাতকের মত, মেঘের মন না বুঝেই অঙ্কুরিত স্বপ্ন এ-ডাল ও-ডাল শেষে
পুনশ্চ: আগামী এঁকেছে নকল নকসা ,অন্ধত্বের ভয়ানক প্রাজ্ঞতায় ।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।