12-01-2021, 01:32 AM
(10-01-2021, 08:37 PM)Baban Wrote:অনেক অনেক ধন্যবাদ আপনাকে. শুরু থেকেই আপনি আমার গল্প পড়ে আসছেন. অনেক পাঠক বন্ধুদের মতো আপনাকেও পাশে পেয়েছি. হ্যা... শুরু টা আমি একজন এরোটিক লেখক হিসেবেই করেছিলাম. কাম ও লোভ কিভাবে প্রভাব ফেলে বাস্তিবক জীবনে তাই নিয়েই উত্তেজক গল্প লিখেছি. আর সেইখান থেকেই পাঠকদের মাঝে একটু হলেও পরিচিতি পেয়েছি. যতই আজ রোমান্টিক বা অন্য ধরণের গল্প লিখিনা কেন আমার শুরু এডাল্টারী গল্পের লেখক হিসেবে...তাই আমি সেই এরোটিক গল্পের লেখক বাবানকে আজও সম্মান করি. প্রগতির পথে নিজের অতীত বা শুরুকে ভুলতে নেই, আমিও ভুলিনি. চেষ্টা করেছি নতুন নতুন গল্প আপনাদের উপহার দেবার... আপনারাও সবসময় পাশে থেকেছেন. তাই আবারো ধন্যবাদ সকলকে ❤❤
আবারো মাথায় ভালো কিছু এলে টেপাটেপি শুরু করে দেবো. (অন্য কিছু টেপাটিপি আবার ভেবে বসবেন না কিন্তু, কীবোর্ড এর কথা বললাম)
তুমি যাই টেপাটেপি করো না কেন, ভালো বই খারাপ কিছু হবে না ! তুমি সময় নিয়ে মনের আনন্দে টিপে নাও আমরা অপেক্ষা করে থাকব !!!!!!