11-01-2021, 04:28 PM
(11-01-2021, 11:45 AM)SUMON shill Wrote: তবে কি জানো আমার নিজের জীবন দর্শন থেকে তোমার কানে কানে বলি আমি ও ভিতু ছিলাম কিন্তু কিছুদিন আগে একটা দুঃসাহসিক কাজ করে ফেলেছি সমাজ সংস্কার এর কথা মাথায় ছিলনা একদম কারন আমি প্রেমে পড়েছি ।
আসলে সব মানুষ ভীতু, সবাই জানে একদিন মরতে হবে! জন্মদিন পালন করে মানুষ, আসলে সেটা নিজেকে ভোলানর জন্য, এক বছর আরো মৃত্যুর কাছে এগিয়ে এসেছে সেই ভয় লুকানোর জন্য! তবে মানুষ দুঃসাহসী, মৃত্যু আসবে জেনেও হাসতে হাসতে জন্মদিন পালন করে, মৃত্যুর মুখে ঝামা ঘষে! মান আর হুঁশ এই নিয়েই মানুষ, তাই বলি দুঃসাহসের কাজ করে যাও না হলে মান আর হুঁশ দুটোই একদিন খুইয়ে ফেলবে! তখন মনে হবে ইসস যদি সেই সময়ে একটু খানি সাহস দেখাতে পারতাম তাহলে হয়ত জীবন অন্য খাতে বইতে পারত !!!!!!
![[Image: 20210115-150253.jpg]](https://i.ibb.co/7prGwZZ/20210115-150253.jpg)