11-01-2021, 04:11 PM
(10-01-2021, 09:48 PM)Baban Wrote: এই গান যে ছায়াছবির তারই আরেক গান হয়তো এই গল্পের সাথে যায়....
শুকিয়ে যাওয়া ফুলের মতো
ফুরিয়ে যাওয়া সময় যতো
ভাসিয়ে দিয়ো কোনো
বিস্মোরোনের রাতে
তুমি চিরদিনের মাঝে
দিনের আলো নাই বা এলো
সাজের আলোয় সাজিয়ে নিয়ো
জীবন নতুন সাজে
ঢলে যেতে যেতে.....❤
আহা, মাঝে মাঝে এই সব গান শুনলে সত্যি মনে হয় ফিরে যাই সেই সব দিনে! যখন মোবাইল ফোন আসেনি, যখন চিঠি লেখা হত, যখন গঙ্গার ঘাট বাঁধানো ছিল না, আউট্রাম ঘাটে বসলে পায়ের নিচে গঙ্গার জল এসে ঢেউ খেলে ভিজিয়ে যেত! স্টার থিয়েটারে নাটক দেখা, মিনার, বিজলি, ছবিঘরে বসে সিনেমা দেখা! মনে পরে যায় নিউএম্পেয়ারের বক্স সিটে বসে সিনেমা দেখা! আহা... মনে পরে যায় কল্লোলিনী তিলোত্তমার কথা !!!!!