11-01-2021, 03:17 PM
জাস্ট কোন কথা হবে না গুরু... এই ভাবে দূরভাষের মধ্যে দিয়ে শরীরি ঘ্রাণে ডুব দেওয়ার অনুভুতি এক কথায় অসাধারণ...
অঙ্গুরি এসেছ তুমি ফিরে অজ্ঞাতবাসের পর
আমার এ ঘরে আজ।
বহুদিন ছিলে অন্ধকারে
বস্তুত গা ঢাকা দিয়ে;
তোমাকে ভেবেছি বারে বারে,
দেখিছি তোমার স্বপ্ন কত,
ইতিমধ্যে বহু ঝড় ঝাপ্টা গেছে,
বিস্মৃতির এক্কা দোক্কা তোমার খবর
সহজে ফেলেছে মুছে কখনো সখনো।
কোন তারে কখন লেগেছে সুর পুনরায় কোমল গান্ধারে,
আমিতো পাইনি টের;
ছিল খুব হৃদয়ের জ্বর!
হে অঙ্গুরি, তোমার শরীরে লতাগুল্ম, বুনো ঘাস,
গৃহত্যাগী যুবকের স্বেদ,
ধুলো ইত্যাদির ঘ্রাণ লেগে আছে,
সবচেয়ে বেশি আছে ভালোবাসবার
সাধ ও ক্ষমতা যা সহজে মুমূর্ষুকে পারে প্রাণ-শক্তি
ধার দিতে আর লহমার দূরের আকাশ
বুকে এনে স্বপ্ন দেখাতেও পারে ঘর বাঁধবার।
অঙ্গুরি এসেছ তুমি ফিরে অজ্ঞাতবাসের পর
আমার এ ঘরে আজ।
বহুদিন ছিলে অন্ধকারে
বস্তুত গা ঢাকা দিয়ে;
তোমাকে ভেবেছি বারে বারে,
দেখিছি তোমার স্বপ্ন কত,
ইতিমধ্যে বহু ঝড় ঝাপ্টা গেছে,
বিস্মৃতির এক্কা দোক্কা তোমার খবর
সহজে ফেলেছে মুছে কখনো সখনো।
কোন তারে কখন লেগেছে সুর পুনরায় কোমল গান্ধারে,
আমিতো পাইনি টের;
ছিল খুব হৃদয়ের জ্বর!
হে অঙ্গুরি, তোমার শরীরে লতাগুল্ম, বুনো ঘাস,
গৃহত্যাগী যুবকের স্বেদ,
ধুলো ইত্যাদির ঘ্রাণ লেগে আছে,
সবচেয়ে বেশি আছে ভালোবাসবার
সাধ ও ক্ষমতা যা সহজে মুমূর্ষুকে পারে প্রাণ-শক্তি
ধার দিতে আর লহমার দূরের আকাশ
বুকে এনে স্বপ্ন দেখাতেও পারে ঘর বাঁধবার।